Islamic Quotes Bangla Pictures | Bangla Hadis Images 2024
Islamic Quotes Bangla | Bangla Hadis Image | Islamic Pictures | HD Islamic Wallpapers
হে ঈমানদারগণ, তোমাদের কী হল, যখন তোমাদের বলা হয়, আল্লাহর রাস্তায় (যুদ্ধে) বের হও, তখন তোমরা যমীনের প্রতি প্রবলভাবে ঝুঁকে পড়? তবে কি তোমরা আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে সন্তুষ্ট হলে? অথচ দুনিয়ার জীবনের ভোগ-সামগ্রী আখিরাতের তুলনায় একেবারেই নগণ্য।
|সূরা আত-তাওবাহ, ৯ঃ৩৮|
Bangla Hadis Picture
|
islamic kotha bangla |
Islamic Quotes Bangla
islamic facebook status Bangla
|
islamic pics with quotes |
![]() |
islamic image with quotes bangla islamic quotes with pictures |
bangla islamic image |
Islamic Pictures Collection 2024
Bangla Hadis Image | Islamic Pictures With Quote
- islamic hadis pic
- islamic bangla sms picture
- islamic hadees bangla wallpaper
- islamic picture bangla hd
- bangla hadis sms
- bangla islamic quotes with pictures
- bangla islamic photo download
- hadis bangla
- bangla islamic quotes with pictures
- quran quotes in bengali
- islamic message in bangla
- islamic bangla sms picture
- islamic shayari bangla photo
- bangla islamic sms photo
- bangla islamic photo download
- bangla islamic sms kobita
আল্লাহ তা‘আলার বাণী:
সূরা আল মু'মিন , আয়াত: ৪৭
ﻭَﺇِﺫْ ﻳَﺘَﺤَﺎٓﺟُّﻮﻥَ ﻓِﻰ ﭐﻟﻨَّﺎﺭِ ﻓَﻴَﻘُﻮﻝُ ﭐﻟﻀُّﻌَﻔَٰٓﺆُﺍ۟ ﻟِﻠَّﺬِﻳﻦَ ﭐﺳْﺘَﻜْﺒَﺮُﻭٓﺍ۟ ﺇِﻧَّﺎ ﻛُﻨَّﺎ ﻟَﻜُﻢْ ﺗَﺒَﻌًﺎ ﻓَﻬَﻞْ ﺃَﻧﺘُﻢ ﻣُّﻐْﻨُﻮﻥَ ﻋَﻨَّﺎ ﻧَﺼِﻴﺒًﺎ ﻣِّﻦَ ﭐﻟﻨَّﺎﺭِ
অর্থঃ যখন তারা জাহান্নামে পরস্পর বিতর্ক করবে, অতঃপর দূর্বলরা অহংকারীদেরকে বলবে, আমরা তোমাদের অনুসারী ছিলাম। তোমরা এখন জাহান্নামের আগুনের কিছু অংশ আমাদের থেকে নিবৃত করবে কি?
সূরা আল মু'মিন , আয়াত: ৪৮
ﻗَﺎﻝَ ﭐﻟَّﺬِﻳﻦَ ﭐﺳْﺘَﻜْﺒَﺮُﻭٓﺍ۟ ﺇِﻧَّﺎ ﻛُﻞٌّ ﻓِﻴﻬَﺎٓ ﺇِﻥَّ ﭐﻟﻠَّﻪَ ﻗَﺪْ ﺣَﻜَﻢَ ﺑَﻴْﻦَ ﭐﻟْﻌِﺒَﺎﺩِ
অর্থঃ অহংকারীরা বলবে, আমরা সবাই তো জাহান্নামে আছি। আল্লাহ তাঁর বান্দাদের ফয়সালা করে দিয়েছেন ।
আল্লাহ তা‘আলা প্রকাশ্য-অপ্রকাশ্য সবকিছু জানেন, কিছুই তার কাছে গোপন নেই- যেমন
সূরা আল ইমরান , আয়াত: ২৯
ﻗُﻞْ ﺇِﻥ ﺗُﺨْﻔُﻮﺍ۟ ﻣَﺎ ﻓِﻰ ﺻُﺪُﻭﺭِﻛُﻢْ ﺃَﻭْ ﺗُﺒْﺪُﻭﻩُ ﻳَﻌْﻠَﻤْﻪُ ﭐﻟﻠَّﻪُ ﻭَﻳَﻌْﻠَﻢُ ﻣَﺎ ﻓِﻰ ﭐﻟﺴَّﻤَٰﻮَٰﺕِ ﻭَﻣَﺎ ﻓِﻰ ﭐﻟْﺄَﺭْﺽِ ﻭَﭐﻟﻠَّﻪُ ﻋَﻠَﻰٰ ﻛُﻞِّ ﺷَﻰْﺀٍ ﻗَﺪِﻳﺮٌ
অর্থঃ বলে দিন, তোমরা যদি মনের কথা গোপন করে রাখ অথবা প্রকাশ করে দাও, আল্লাহ সে সবই জানতে পারেন। আর আসমান ও জমিনে যা কিছু আছে, সেসব ও তিনি জানেন। আল্লাহ সর্ব বিষয়ে শক্তিমান।
আল্লাহ তা'আলা বলেছেন:
সূরা আল আরাফ , আয়াত: ৩৮
ﻗَﺎﻝَ ﭐﺩْﺧُﻠُﻮﺍ۟ ﻓِﻰٓ ﺃُﻣَﻢٍ ﻗَﺪْ ﺧَﻠَﺖْ ﻣِﻦ ﻗَﺒْﻠِﻜُﻢ ﻣِّﻦَ ﭐﻟْﺠِﻦِّ ﻭَﭐﻟْﺈِﻧﺲِ ﻓِﻰ ﭐﻟﻨَّﺎﺭِ ﻛُﻠَّﻤَﺎ ﺩَﺧَﻠَﺖْ ﺃُﻣَّﺔٌ ﻟَّﻌَﻨَﺖْ ﺃُﺧْﺘَﻬَﺎ ﺣَﺘَّﻰٰٓ ﺇِﺫَﺍ ﭐﺩَّﺍﺭَﻛُﻮﺍ۟ ﻓِﻴﻬَﺎ ﺟَﻤِﻴﻌًﺎ ﻗَﺎﻟَﺖْ ﺃُﺧْﺮَﻯٰﻬُﻢْ ﻟِﺄُﻭﻟَﻯٰﻬُﻢْ ﺭَﺑَّﻨَﺎ ﻫَٰٓﺆُﻟَﺎٓﺀِ ﺃَﺿَﻠُّﻮﻧَﺎ ﻓَـَٔﺎﺗِﻬِﻢْ ﻋَﺬَﺍﺑًﺎ ﺿِﻌْﻔًﺎ ﻣِّﻦَ ﭐﻟﻨَّﺎﺭِ ﻗَﺎﻝَ ﻟِﻜُﻞٍّ ﺿِﻌْﻒٌ ﻭَﻟَٰﻜِﻦ ﻟَّﺎ ﺗَﻌْﻠَﻤُﻮﻥَ
অর্থঃ আল্লাহ বলবেনঃ তোমাদের পূর্বে জিন ও মানবের যেসব সম্প্রদায় চলে গেছে, তাদের সাথে তোমরাও দোযখে যাও। যখন এক সম্প্রদায় প্রবেশ করবে; তখন অন্য সম্প্রদায়কে অভিসম্পাত করবে। এমনকি, যখন তাতে সবাই পতিত হবে, তখন পরবর্তীরা পূর্ববর্তীদের সম্পর্কে বলবেঃ হে আমাদের প্রতিপালক এরাই আমাদেরকে বিপথগামী করেছিল। অতএব, আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন। আল্লাহ বলবেন প্রত্যেকেরই দ্বিগুণ; তোমরা জান না।
সূরা আল আরাফ, আয়াত: ৩৯
ﻭَﻗَﺎﻟَﺖْ ﺃُﻭﻟَﻯٰﻬُﻢْ ﻟِﺄُﺧْﺮَﻯٰﻬُﻢْ ﻓَﻤَﺎ ﻛَﺎﻥَ ﻟَﻜُﻢْ ﻋَﻠَﻴْﻨَﺎ ﻣِﻦ ﻓَﻀْﻞٍ ﻓَﺬُﻭﻗُﻮﺍ۟ ﭐﻟْﻌَﺬَﺍﺏَ ﺑِﻤَﺎ ﻛُﻨﺘُﻢْ ﺗَﻜْﺴِﺒُﻮﻥَ
অর্থঃ পূর্ববর্তীরা পরবর্তীদেরকে বলবেঃ তাহলে আমাদের উপর তোমাদের কোন শ্রেষ্ঠত্ব নেই অতএব, শাস্তি আস্বাদন কর স্বীয় কর্মের কারণে।
কিয়ামাতের দিন প্রত্যেক ব্যক্তি তার আমলনামা উপস্থিত পাবে। যাদের আমলনামা খারাপ হবে তারা আফসোস করে বলবে, হায়! যদি আমার ও আমার এ খারাপ আমলের মধ্যে অনেক দূরত্ব হতো। আল্লাহ তা‘আলা বলেন:
সূরা আল-হাক্কাহ , আয়াত: ২৫
ﻭَﺃَﻣَّﺎ ﻣَﻦْ ﺃُﻭﺗِﻰَ ﻛِﺘَٰﺒَﻪُۥ ﺑِﺸِﻤَﺎﻟِﻪِۦ ﻓَﻴَﻘُﻮﻝُ ﻳَٰﻠَﻴْﺘَﻨِﻰ ﻟَﻢْ ﺃُﻭﺕَ ﻛِﺘَٰﺒِﻴَﻪْ
অর্থঃ যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে বলবেঃ হায় আমায় যদি আমার আমল নামা না দেয়া হতো।
সূরা আল-হাক্কাহ , আয়াত: ২৬
ﻭَﻟَﻢْ ﺃَﺩْﺭِ ﻣَﺎ ﺣِﺴَﺎﺑِﻴَﻪْ
অর্থঃ আমি যদি না জানতাম আমার হিসাব!
যে শয়তান তাকে খারাপ কাজে প্রেরণা দিয়েছে তার কাছ থেকেও দূরে থাকার আফসোস প্রকাশ করবে। আল্লাহ তা‘আলা বলেন:
সূরা আয্-যুখরুফ , আয়াত: ৩৮
ﺣَﺘَّﻰٰٓ ﺇِﺫَﺍ ﺟَﺎٓﺀَﻧَﺎ ﻗَﺎﻝَ ﻳَٰﻠَﻴْﺖَ ﺑَﻴْﻨِﻰ ﻭَﺑَﻴْﻨَﻚَ ﺑُﻌْﺪَ ﭐﻟْﻤَﺸْﺮِﻗَﻴْﻦِ ﻓَﺒِﺌْﺲَ ﭐﻟْﻘَﺮِﻳﻦُ
অর্থঃ অবশেষে যখন সে আমার কাছে আসবে, তখন সে শয়তানকে বলবে, হায়, আমার ও তোমার মধ্যে যদি পূর্ব-পশ্চিমের দূরত্ব থাকত। কত হীন সঙ্গী সে।
সুতরাং যে শয়তানের প্রতারণায় আমরা আজ অপরাধের সাগরে ডুবে আছি কিয়ামতের দিন সে শয়তানকে দোষ দেয়ার সুযোগ থাকবে না; বরং নিজের অপরাধের বোঝা নিজেকেই বহন করে লাঞ্ছিত হয়ে জাহান্নামে যেতে হবে।
আসুন আমরা দীন ইসলাম ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আঁকড়ে ধরি, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করি এবং কাফের মুশরিকদের সঙ্গ ত্যাগ করি, তাদের কৃষ্টি-কালচার পরিহার করি।
আল্লাহ আমাদেরকে তোমার নিকট আত্মসমর্পণকারী ও একনিষ্ঠভাবে সকল ইবাদত উৎসর্গকারী হিসেবে কবুল করুন। "আমিন"
Courtesy : আখিরাতের জীবনের তুলনায় দুনিয়ার জীবন খুবই নগণ্য