বাংলায় নামায শিক্ষা | NAMAZ SHIKKHA IN Bangla
বাংলায় নামায শিক্ষা | NAMAZ SHIKKHA IN Bangla Language With Video Images PDF
Namaj Shikkha Bangla book pdf
প্রথমে প্রয়োজনীয় কিছু লিংক দিচ্ছি, সালাত শিখতে কাজে লাগবে।
Sana


Sijdah

RUKU


সিজদাহ থেকে উঠে বসে তাসবিহ
( দুই সিজদার মাঝের দোয়া )

নামাজে তাশাহুদ এর বাংলা ও অর্থ
![]() |
নামাজে তাশাহুদ এর বাংলা ও অর্থ |


নামাজে দোয়া কুনুত অর্থ সহ
পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা PDF
আমি পার্সোনালী বইটি পড়ে দেখিনি তাই ভুল থাকলেও আমি জানিনা।
আপনারা যারা পড়বেন তারা আলেমদের থেকে ভালো ভাবে জেনে নিয়ে কনফার্ম হয়েই আমল করবেন। ভুলত্রুটি এর দায় থেকে আমি মুক্ত। আর কেউ যদি পড়ে কোন ভুল পান কিংবা এই পোস্টের কোন ভুল পান তাহলে আমাকে জানাবেন আমি যাচায় করে সংশোধন করবো ইনশা আল্লাহ্ ।
➤ DOWNLOADআপনারা যারা পড়বেন তারা আলেমদের থেকে ভালো ভাবে জেনে নিয়ে কনফার্ম হয়েই আমল করবেন। ভুলত্রুটি এর দায় থেকে আমি মুক্ত। আর কেউ যদি পড়ে কোন ভুল পান কিংবা এই পোস্টের কোন ভুল পান তাহলে আমাকে জানাবেন আমি যাচায় করে সংশোধন করবো ইনশা আল্লাহ্ ।
আর দলিল সহ বিভিন্ন আমল জানতে আবদুল্লাহ জাহাঙ্গীর (রহি.) এর লেখা বই কিংবা ভিডিও লেকচার দেখতে পারেন।

Namaj Shikkha Bangla
Namaz Shikha Video Download
Watch Now On Youtube
- -
সালাতে পড়ার জন্য ছোট ৫ টি সূরার বাংলা উচ্চারণ সহ দেওয়া হল ।
"বিশেষ সতর্কতা- বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে শুধু মাত্র যারা আরবি পড়তে পারেন না কিন্তু শিখছেন তাদের জন্য এবং যারা নতুন মুসলিম হয়েছে।
আরবি শব্দ বাংলায় লিখে উচ্চারণ করলে শুদ্ধ হয় না এবং অর্থ বিকৃত হয়ে যায় যার ফলে বড় গুনাহ হতে পারে এমনকি নামায বাতিল হতে পারে।
তাই অতি দ্রুত আরবি শিখতে হবে।"
তাই অতি দ্রুত আরবি শিখতে হবে।"
LINK : সালাত শিক্ষা
Small Sura For NAMAZ SHIKKHA
- bangla sahih namaz shikkha book
- sahih namaz shikkha in bangla pdf free download
- bangla namaz shikha boi
- 5 waqt namaz shikha
- namaj shikkha bangla book pdf
- bangla namaz shikha video download
- bangla namaz shikha sura pdf
Bangla Bookst In Bangla Language Contents List
তুমি আমাকে সুমাইয়া'র মতো মা দাও, আমি তোমাকে আম্মারের মতো সন্তান উপহার দেবো।- Ali Hasan Osama
"লজ্জা ইমানের অঙ্গ। লজ্জা মুমিনের ভূষণ। এই লজ্জা একবার ভেঙে গেলে মানুষ আর জন্তু-জানোয়ারের মধ্যে সবিশেষ পার্থক্য থাকে না। যারা নির্লজ্জ হয়ে যায়, তাদের দ্বারা সব ধরনের অশালীন আচরণ প্রকাশিত হওয়া সম্ভব। আজকাল ট্যাবু ভাঙার নামে সুকৌশলে যেভাবে সমাজ থেকে লজ্জাবোধ দূর করে ফেলা হচ্ছে, বিশেষ করে নব্য জাহিলি যুগের মেয়েদেরকে নির্লজ্জ বানানোর জন্য ওরা রীতিমতো কোমরে গামছা বেঁধে নেমেছে, তাতে বাহ্যত মনে হচ্ছে, পৃথিবীর পতনঘণ্টা বুঝি ইতিমধ্যে বেজেই উঠেছে।
জীবনের জন্য যৌনতা; যৌনতার জন্য জীবন নয়। যেভাবে যৌনতাকে হাইলাইট করা হচ্ছে, যৌনপণ্য ও সম্ভোগের পাত্র হাতের ছোঁয়ায় এনে দেওয়া হচ্ছে, তাতে এই সমাজ আল্লাহর গজবে আক্রান্ত হতে খুব বেশি সময় লাগবে না।
যৌনতাপূজারীরা দেখতে-শুনতে মানুষের মতো হলেও তাদের অবস্থা হলো অসার কাণ্ডের মতো। তাদের দ্বারা আর যা-ই হোক, দীন প্রতিষ্ঠার কাজ হওয়া অসম্ভব। যারা সবকিছুর ভেতর যৌনতা খুঁজে, যারা বাঁধ ভেঙে যৌনতার বিজয় ঘটাতে চায়, তাদেরকে জাহান্নামেই বেশি শোভা পায়।
জান্নাতকে আবৃত করা হয়েছে অপছন্দনীয় বিষয়ের দ্বারা আর জাহান্নামকে আবৃত করা হয়েছে কাম্য বিষয়ের দ্বারা। আজকাল সমাজে ফ্রি যৌনদাসী তো অনেক পাওয়া যায়; কিন্তু প্রকৃত আত্মমর্যাদাবান নারী খুব কমই পাওয়া যায়। মা'রা যতদিন খাদিজা, আয়িশা, খানসা, খাওলা ও রাবিয়াদের মতো হবে না; ততদিন কোনোভাবেই তাদের গর্ভ থেকে সাইফুল্লাহরা বের হয়ে আসবে না। মা যেহেতু সন্তানের প্রথম বিদ্যালয়, তো নাপাক পাত্র থেকে যেমন পবিত্র দুধ আশা করা যায় না, এসকল জাহিলি নারীদের থেকেও উম্মাহর কাণ্ডারী গড়ে ওঠার কোনো আশাই করা যায় না।
প্রতিটি শিশু জন্মগ্রহণ করে সত্যগ্রহণের স্বভাবজাত যোগ্যতা নিয়ে। এরপর তার বাবা-মা তার সেই স্বভাবজাত যোগ্যতা পরিবর্তিত করে ফেলে। বিশেষ করে মেয়েদের ওপর মায়ের প্রভাব তো পুরোপুরিই চোখে পড়ে। বেহায়া মায়ের ঘর থেকে পর্নস্টার উৎপাদিত হওয়া সম্ভব; কিন্তু রাবেয়া বসরির মতো মহীয়সী নারী গড়ে বেশ দুরূহ ব্যাপারই বটে।
তুমি আমাকে সুমাইয়া'র মতো মা দাও, আমি তোমাকে আম্মারের মতো সন্তান উপহার দেবো।"
-
foroz namaz porar niom
-
namaz porar niyat
-
namaz shikha bangla book pdf download
ভিডিও কোন কারনে রিমুভ হয়ে গেছে।
যৌনতাপূজারীরা দেখতে-শুনতে মানুষের মতো হলেও তাদের অবস্থা হলো অসার কাণ্ডের মতো। তাদের দ্বারা আর যা-ই হোক, দীন প্রতিষ্ঠার কাজ হওয়া অসম্ভব। যারা সবকিছুর ভেতর যৌনতা খুঁজে, যারা বাঁধ ভেঙে যৌনতার বিজয় ঘটাতে চায়, তাদেরকে জাহান্নামেই বেশি শোভা পায়।
জান্নাতকে আবৃত করা হয়েছে অপছন্দনীয় বিষয়ের দ্বারা আর জাহান্নামকে আবৃত করা হয়েছে কাম্য বিষয়ের দ্বারা। আজকাল সমাজে ফ্রি যৌনদাসী তো অনেক পাওয়া যায়; কিন্তু প্রকৃত আত্মমর্যাদাবান নারী খুব কমই পাওয়া যায়। মা'রা যতদিন খাদিজা, আয়িশা, খানসা, খাওলা ও রাবিয়াদের মতো হবে না; ততদিন কোনোভাবেই তাদের গর্ভ থেকে সাইফুল্লাহরা বের হয়ে আসবে না। মা যেহেতু সন্তানের প্রথম বিদ্যালয়, তো নাপাক পাত্র থেকে যেমন পবিত্র দুধ আশা করা যায় না, এসকল জাহিলি নারীদের থেকেও উম্মাহর কাণ্ডারী গড়ে ওঠার কোনো আশাই করা যায় না।
প্রতিটি শিশু জন্মগ্রহণ করে সত্যগ্রহণের স্বভাবজাত যোগ্যতা নিয়ে। এরপর তার বাবা-মা তার সেই স্বভাবজাত যোগ্যতা পরিবর্তিত করে ফেলে। বিশেষ করে মেয়েদের ওপর মায়ের প্রভাব তো পুরোপুরিই চোখে পড়ে। বেহায়া মায়ের ঘর থেকে পর্নস্টার উৎপাদিত হওয়া সম্ভব; কিন্তু রাবেয়া বসরির মতো মহীয়সী নারী গড়ে বেশ দুরূহ ব্যাপারই বটে।
তুমি আমাকে সুমাইয়া'র মতো মা দাও, আমি তোমাকে আম্মারের মতো সন্তান উপহার দেবো।"
- foroz namaz porar niom
- namaz porar niyat
- namaz shikha bangla book pdf download
ভিডিও কোন কারনে রিমুভ হয়ে গেছে।