অনলাইনে কি শেয়ার দিচ্ছেন? নিয়ন্ত্রন সব সময় আপনার হাতে থাকবে তো?

অনলাইনে কিছু শেয়ার করার আগে সতর্ক হোন। ইসলামিক ভালো কিছু শেয়ার করুন



 ২ টা চ্যানেল এর বয়স ই +-১০ বছর,

২ টা চ্যানেল এরই একটা করেই ভিডিও আছে তাও সেগুলো ১০ বছর আগে আপলোড করা।এরপরে আর কোন ভিডিও আপলোড হইনি।
এ থেকে বুঝা যায় বা ধরে নেওয়া যায় এসব একাউন্ট এর মালিক মারা গেছে কিংবা লগিন ডিটেলস একদম ভুলে গেছে ( নাহয় ১২ হাজার বা ২ লাখের বেশি সাবস্ক্রাইবার এর চ্যানেল এখনো ফেলে রাখতো না!)

মারা যাক বা ভুলে যাক, চ্যানেল এর নিয়ন্ত্রন তাদের হাতে নাই এটাই মূল কথা।

একজন এর আপলোড করা আয়াতুল কুরসি যত মানুষ দেখবে তত সোওয়াব সে পাবে,
আরেক জনের আপলোড করা গান যত মানুষ শুনবে, দেখবে তত মানুষের পাপ সেও পাবে।
বাহ্যিক ভাবে ২ টা একই কাজ কিন্তু ফলাফল কত ভিন্ন।

আয়াতুল কুরসির ভিডিও টা আমার দেখা ইসলামিক ভিডিও এর সবচেয়ে বেশি দেখা ভিডিও। কত সৌভাগ্যবান সেই ভাই।

যে কথা বলতে এতো কথা আর ছবি শেয়ার দিলাম সেটা হলো অনলাইনের কোন গ্যারান্টি নাই, আপনি যা শেয়ার করছেন তা আপনার নিয়ন্ত্রনে নাও থাকতে পারে।
এর ফলে আপনার শেয়ার করা কন্টেন্ট এর ধরন অনুযায়ী হতে পারে আপনি মারা যাওয়ার পরেও সোয়াব পাবেন আবার হতে পারে পাপ এর ভাগ পেতে থাকবেন।

এজন্য ভাই বোন একটু ভেবে চিন্তে শেয়ার করুন।
ভালো কিছু শেয়ার করুন।
Next Post Previous Post