কুরআন হাদীসের পাথেয় - বুকস ইয়ার্ড

কুরআন হাদীসের পাথেয় বুকস ইয়ার্ড




পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বুকস ইয়ার্ড বেশ কয়েকটি সেগমেন্টের আয়োজন করেছে। "কুরআন ও হাদীসের পাথেয়" তন্মধ্য হতে একটি। উক্ত সেগমেন্টে বিষয়ভিত্তিক কুরআনের আয়াত সংক্ষিপ্ত তাফসীর, শানে নুযূল, এবং আয়াত সংশ্লিষ্ট
ঘটনার উল্লেখ সহ বর্ণনা করা হবে। আশা করি আমাদের এই আয়োজন আপনাদের জন্য উপকারী এবং ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ।

#আজকের_আলোচ্য_আয়াত :

★ সূরা বাকারা, আয়াত নং : ৩০

﴿ ﻭَﺇِﺫْ ﻗَﺎﻝَ ﺭَﺑُّﻚَ ﻟِﻠْﻤَﻠَﺎﺋِﻜَﺔِ ﺇِﻧِّﻲ ﺟَﺎﻋِﻞٌ ﻓِﻲ ﺍﻟْﺄَﺭْﺽِ ﺧَﻠِﻴﻔَﺔً ﻗَﺎﻟُﻮﺍ ﺃَﺗَﺠْﻌَﻞُ ﻓِﻴﻬَﺎ ﻣَﻦْ ﻳُﻔْﺴِﺪُ ﻓِﻴﻬَﺎ ﻭَﻳَﺴْﻔِﻚُ ﺍﻟﺪِّﻣَﺎﺀَ ﻭَﻧَﺤْﻦُ ﻧُﺴَﺒِّﺢُ ﺑِﺤَﻤْﺪِﻙَ ﻭَﻧُﻘَﺪِّﺱُ ﻟَﻚَ ﻗَﺎﻝَ ﺇِﻧِّﻲ ﺃَﻋْﻠَﻢُ ﻣَﺎ ﻟَﺎ ﺗَﻌْﻠَﻤُﻮﻥَ} ‏[ﺍﻟﺒﻘﺮﺓ : 30 ‏]

★অনুবাদ : ( এবং আপনি স্মরণ করুন) ঐ সময়ের কথা যখন আপনার প্রভূ ফেরেশতাগনকে বলেছিলেন নিশ্চয়ই আমি জমিনে প্রতিনিধি বানাবো। তখন ফেরেশতাগন বললেন, আপনি কি সেখানে এমন সম্প্রদায় বানাবেন যারা সেখানে বিশৃঙ্খলা করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা আপনার প্রশংসায় তাসবীহ পাঠ করি এবং আপনার পবিত্রতা ঘোষণা করি। তখন আল্লাহ তা'আলা বললেন, নিশ্চয়ই আমি যা জানি তা তোমরা জানোনা।

#সংক্ষিপ্ত_তাফসীর :

উক্ত আয়াতে আল্লাহ তা'আলা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট হযরত আদম আ: এবং মানবজাতির সৃষ্টিলগ্নের ঘটনা বর্ণনা করেছেন। এবং এটিই কুরআনে বর্ণিত সর্বপ্রথম ঘটনা। এবং একইসাথে উক্ত আয়াত আল্লাহ তা'আলার প্রবল ক্ষমতাশীলতার প্রমাণ। কেননা আল্লাহ তা'আলা মানবজাতিকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছেন। এবং তাদেরকে لا شي অর্থাৎ শূন্য হতে সৃষ্টি করেছেন। আর এটি এও প্রমাণিত করে যে আল্লাহ তা'আলা মানবজাতিকে অস্তিত্ব থেকে আবার অনস্তিত্বে ফিরিয়ে দিতেও সক্ষম। ( সফওয়াতুত তাফাসীর)

#আয়াত_সংশ্লিষ্ট_ঘটনা :

উক্ত আয়াতে আল্লাহ তা'আলা হযরত আদম আ: এবং মানবজাতির সৃষ্টিলগ্নের ঘটনার যে বিবরণ তাফসীরের কিতাব সমূহে বর্ণিত হয়েছে তা হল, আল্লাহ তা'আলা ধরাপৃষ্ঠে মানবজাতিকে প্রেরণের পূর্বে জ্বিন জাতিকে প্রেরণ করেছিলেন। অতঃপর তারা বিশৃঙ্খলা, ফ্যাসাদ সৃষ্টি করলে আল্লাহ তা'আলা ফেরেশতাগনের মাধ্যমে তাদের সমূলে উৎপাটন করেন। অতঃপর আল্লাহ তা'আলা জমীনে প্রতিনিধি তথা মানবজাতিকে প্রেরণের কথা ফেরেশতাগনের কাছে ব্যক্ত করেন। তখন ফেরেশতাগন পূর্ববর্তী জ্বিন জাতির বিশৃঙ্খলার কথা স্মরণ করে আল্লাহ তা'আলাকে বললেন, "আপনি কি সেখানে এমন জাতি বানাবেন যারা সেখানে বিশৃঙ্খলা করবে এবং রক্তপাত ঘটাবে?অথচ আমরা আপনার প্রশংসায় তাসবীহ পাঠ করি এবং আপনার পবিত্রতা ঘোষণা করি।" তখন আল্লাহ তা'আলা বললেন, " নিশ্চয়ই আমি যা জানি তা তোমরা জানোনা। " এ কথা বলে আল্লাহ তা'আলা মানব জাতির সৃষ্টির রহস্যের দিকে ইঙ্গিত করেছেন।
এরপরের ঘটনা আগামী পোস্টে উল্লেখ করা হবে।

বি.দ্র. উক্ত আয়াত থেকে একটি প্রশ্ন উদয় হয় যে, মানব সৃষ্টির পূর্বেই ফেরেশতাগন কিভাবে জানলেন তারা সেখানে বিশৃঙ্খলা করবে?

উক্ত প্রশ্নের জবাবে তাফসীরকারক গন বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। তবে ইবনে আব্বাস (রা.) এবং অধিকাংশ তাফসীরবিদগনের মতে তারা পূর্বে অতিবাহিত জ্বিনদের আচরণের উপর ভিত্তি করেই এ কথা বলেছেন। ( তাফসীরে ইবনে কাসীর, যাদুল মাসীর)।


- Mahdi Hasan
Next Post Previous Post