বই : হ্যাপী থেকে আমাতুল্লাহ লেখিকা: সাদিকা সুলতানা সাকী
বই : হ্যাপী থেকে আমাতুল্লাহলেখিকা: সাদিকা সুলতানা সাকী
ঢালিউডের সাবেক জনপ্রিয় অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপীর দ্বীনের পথে উঠে আসার ঈমাদীপ্ত সাক্ষাতকার সম্বলিত বই এটি।
অর্থ, গ্ল্যামার, জনপ্রিয়তা, শোবিজ জগত থেকে উঠে এসে রাতারাতি পরিবর্তন তার। এখন তিনি আপাদমস্তক কঠোর পর্দানশিন মুসলীম নারী। সেই অন্ধকার জগতটাকে পিছনে ফেলে এসে গিয়েছে হিদায়াতের আলোকিত ভুবনে। পরবর্তীতে মাদরাসায় ভর্তি হয়েছেন, সেখানেই পড়াশুনা করছেন। এছাড়াও দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তার পক্ষে তার জায়গা থেকে যা যা করা সম্ভব সবই তিনি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
শোবিজের এমন জনপ্রিয়তার তীব্র আকর্ষণকে উপেক্ষা করে এই আলোর পথে আসা একদমই সহজ নয় সেটা আমরা অনুমান করতেই পারি। তাই তার সকল ত্যাগস্বীকার, অবর্ণনীয় কষ্ট, উপেক্ষা ইত্যাদি সব কিছু তিনি সবাইকে জানানোর জন্য তথা অন্য সবাইকে দ্বীনের পথে আনতে উৎসাহিত করার জন্য সাক্ষাতকার দিয়েছেন সাদিকা সুলতানা সাকী'র কাছে আর সেটাই বই আকারে প্রকাশিত হয়েছে।
সাক্ষাতকারের মাধ্যমে বইটায় উঠে এসেছে তার শৈশব, তারুণ্য, দাম্পত্যজীবন থেকে শুরু করে সকল আদ্যোপান্ত।
মানুষটা যে হ্যাপী ঠিক সেজন্য নয়, একজন অন্ধকারে তলিয়ে যাওয়া নারী কিভাবে কত ত্যাগস্বীকার করে সব কিছু ছেড়ে আল্লাহর পথে এসে দাঁড়ায় সেসব জানতে হলেও বইটি পড়া উচিৎ। তার সাক্ষাতকার দেওয়ার ধরণ, কথা বলায় এত সাবলীলতা মুগ্ধ করতে বাধ্য 😊
*বইটিতে সাক্ষাতকারগুলো ৩ খন্ডে বিভক্ত করা হয়েছে
বই : হ্যাপী থেকে আমাতুল্লাহ
লেখিকা: সাদিকা সুলতানা সাকী ( সাক্ষাতকার গ্রহণকারিণী)
পৃষ্ঠাসংখ্যা: ৯৫
প্রকাশনী: মাকতাবাতুল আযহার
দাম: ১৬০ টাকা