মিরআতুল মামালিকঃ দ্য অ্যাডমিরাল - সাইয়িদি আলী রইস

মিরআতুল মামালিকঃ দ্য অ্যাডমিরালby সাইয়িদি আলী রইস Translated by সালাহউদ্দীন জাহাঙ্গীর





,
এডভেঞ্চারের ব্যাপারটা বলার অপেক্ষা রাখে না।
তবে,
সাইয়িদি আলী রইস এর সফরনামা হিসেবে বইটিতে এডভেঞ্চারের চাইতে আমার কাছে ঐতিহাসিক কিছু জটিলতার সমাধান হিসেবে দেখা দিয়েছে। আমি কিছু তথ্য নিয়ে অত্যন্ত চিন্তায় ছিলাম তার মাঝে একটি হচ্ছে ভারতীয় শাসকদের মাঝে খিলাফত সম্পর্কে চিন্তাভাবনা ,মনোভাব ও সম্মানবোধ ইত্যাদি । 
,
বইটির ঐতিহাসিক গুরুত্বের জন্য সবচাইতে পুলকিত হয়েছি বাদশাহ হূমায়ূন এর জীবনের শেষ দিনগুলোর ঘটনা পড়ে ,হূমায়ূন মৃত্যু পরবর্তী দিল্লীর মসনদ নিয়ে সায়্যিদী আলীর অভিজ্ঞতা ও দেয়া তথ্যের মুক্তোগুলো আমার কাছে এ দিক থেকে অমূল্য। 
,
আবাক হয়েছি মুঘল খানদের মাঝে কাব্যপ্রীতি দেখে । বিশেষ করে হুমায়ূনের কাব্যপ্রীতি । আমার জানা চাই যে , মুঘলদের মাঝে কাব্যপ্রীতির শুরুটা কীভাবে হয়ে উঠলো ?
,
ইতিহাসের কিছু চরিত্রের প্রতি আমার যথাযথ সম্মানবোধের কমতি ছিলো ।এই বইটি আমার মাঝে সেই সম্মানবোধকে জাগিয়ে দিয়েছে। 
,
বইটির নাম সত্যিই স্বার্থক।
(আরেকটি বিষয় জেনে মজা পেলাম , তা হচ্ছে লোকটা অত্যন্ত মাজারপ্রিয়।যেখানে যায় খালি মাজার খুজে আর মাজারে মাজারে ঘুরে বেড়ায়।)
Next Post Previous Post