ইসলামী বই আহবান এর পিডিএফ ডাওউনলিঙ্ক

ইসলামী বই  আহবান এর পিডিএফ ডাওউনলিঙ্ক

ahoban bangla islamic book free pdf

অনেকেই এরকম বই খুজে থাকেন যে কোন অমুসলিম বন্ধুকে ইসলাম সম্পর্কে বোঝানোর জন্য ও ইসলামের দাওয়াতের জন্য। তাদের জন্যই এই বইটি পারফেক্ট।
.
বইটিতে ইসলামের সত্যতার প্রমাণ দেওয়া হয়েছে পৃথিবীর সবগুলো ধর্মগ্রন্থ, বিজ্ঞান ও যুক্তির আলোকে।
.
একজন অমুসলিমকে উপহার দেয়ার মত বই “আহবান” ।
ইসলামের দাওয়াত দিতে বইটি ব্যবহার করতে পারেন।
.
বইটির পিডিএফ ডাউনলোড করে পড়ুন/দেখুন এবং হার্ডকপি সংগ্রহ করুন নিজে পড়ুন।
অমুসলিমদের মধ্যে কুরআনের কপির সাথে বইটি বিতরণ করুন ।
.
ইসলামী বই : আহবান
সংকলনে : গাজী মুহাম্মাদ তানজিল
বইটির পৃষ্ঠা সংখ্যা : ১৪৪ ।
বইটির গায়ের মূল্য : ১০০টাকা ।
বইটি প্রি- অডার করতে যোগাযোগ করুন +8801954944905, 01874500333
নম্বরগুলোতে।
  আমার কথা
" তবে একথা মনে রাখা উচিত কোরান হাদিস যুক্তি বিদ্যা দিয়ে চলে না। মানুষের যুক্তি বিজ্ঞান এসব মানুষের সীমিত জ্ঞানের ফল তাই এই সীমিত জ্ঞান দিয়ে সব বুঝস সম্ভব না। 
ধরুন আজ থেকে ১০০ বছর পূর্বে বড় আলেম সেই সাথে তিনি বড় বিজ্ঞানিও একজন কাফের নাস্তিক বিজ্ঞানির সাথে তর্ক জোড়াল সূর্য ঘুরতিছে কিনা এই বিষয়ে । নাস্তিক তো তার সীমিত নলেজ নিয়ে তর্ক করবে যে বিজ্ঞান জানে সূর্য ঘুরে না, এখন আপনি তাকে কিভাবে বুঝাবেন সূর্য ঘুরে? আপনি তো সূর্য তে গিয়ে দেখে আস্তে পারবেন না আবার অন্য দিকে নাস্তিকে কোরান কে  মানবে না।
স্বাভাবিক ভাবেই আলেম যদি ওখানে সেই সময়ের বিজ্ঞান দিয়ে (তখন সেতাই latest science) যুক্তি তর্ক করতে যাই তাহলে সে বিপদে পরবে বিব্রত হবে।
নাস্তিকের ভিত্তি সো কলড বিজ্ঞান যা মানুষের নিজের খুবি সামান্য জ্ঞান এর উপর নির্ভর করে অপর দিকে আমাদের ভিত্তি মহান আল্লাহ্‌র নাজিল করা কোরান । যিনি সমস্ত জ্ঞানের মালিক।
আর তাছাড়া আপনি আমি খুবি দুর্বল মুসলিম + পাপি, স্বয়ং রাসুল (সা.) চাঁদ দ্বিখণ্ডিত করার পরেও সেসময়ের কাফেররা ইমান আনেনি  তাহলে আপনি আমি তর্ক করে যুক্তি দিয়ে প্রমান দিয়ে কি করতে করবো?
আমাদের কাজ দাওয়াত দেওয়া, যে আসবে সে নিজের জন্যই আসবে আর যে আসবেনা সে নিজেই নিজের ক্ষতি করলো ।
সবার সাথে তর্ক করে কিংবা সবাই ফেসবুক /ইউটিউবে তর্কের মঞ্চ খুলে লাভ নাই। দাওয়াত দেন, আমল করুন , ফিতনা থেকে দূরে থাকার চেষ্টা করুন।
ইব্লিশ/দাজ্জাল এদের যুক্তি / তর্ক / প্রমান দিয়ে হক পথে আনতে পারবেন না ।

.
বইটির পিডিএফ ডাউনলোড করতে চাইলে নিচের লিংক এ ক্লিক করুন
http://www.waytojannah.com/blog/2018/05/13/ahban/
.
বইটি পড়ে ভাল লাগলে অবশ্যই পোস্ট দিয়ে আপনার মতামত জানান এবং অন্যকে পড়তে উতসাহিত করুন।
.
ইসলামের দাওয়াত দেয়ার জন্য বইটির ব্যাপক প্রচার-প্রসারের আশা করছি।

তবে একথা মনে রাখা উচিত কোরান হাদিস যুক্তি বিদ্যা দিয়ে চলে না। মানুষের যুক্তি বিজ্ঞান এসব মানুষের সীমিত জ্ঞানের ফল তাই এই সীমিত জ্ঞান দিয়ে সব বুঝস সম্ভব না। 
ধরুন আজ থেকে ১০০ বছর পূর্বে বড় আলেম সেই সাথে তিনি বড় বিজ্ঞানিও একজন কাফের নাস্তিক বিজ্ঞানির সাথে তর্ক জোড়াল সূর্য ঘুরতিছে কিনা এই বিষয়ে । নাস্তিক তো তার সীমিত নলেজ নিয়ে তর্ক করবে যে বিজ্ঞান জানে সূর্য ঘুরে না, এখন আপনি তাকে কিভাবে বুঝাবেন সূর্য ঘুরে? আপনি তো সূর্য তে গিয়ে দেখে আস্তে পারবেন না আবার অন্য দিকে নাস্তিকে কোরান কে  মানবে না।
স্বাভাবিক ভাবেই আলেম যদি ওখানে সেই সময়ের বিজ্ঞান দিয়ে (তখন সেতাই latest science) যুক্তি তর্ক করতে যাই তাহলে সে বিপদে পরবে বিব্রত হবে।
নাস্তিকের ভিত্তি সো কলড বিজ্ঞান যা মানুষের নিজের খুবি সামান্য জ্ঞান এর উপর নির্ভর করে অপর দিকে আমাদের ভিত্তি মহান আল্লাহ্‌র নাজিল করা কোরান । যিনি সমস্ত জ্ঞানের মালিক।
আর তাছাড়া আপনি আমি খুবি দুর্বল মুসলিম + পাপি, স্বয়ং রাসুল (সা.) চাঁদ দ্বিখণ্ডিত করার পরেও সেসময়ের কাফেররা ইমান আনেনি  তাহলে আপনি আমি তর্ক করে যুক্তি দিয়ে প্রমান দিয়ে কি করতে করবো?
আমাদের কাজ দাওয়াত দেওয়া, যে আসবে সে নিজের জন্যই আসবে আর যে আসবেনা সে নিজেই নিজের ক্ষতি করলো ।
সবার সাথে তর্ক করে কিংবা সবাই ফেসবুক /ইউটিউবে তর্কের মঞ্চ খুলে লাভ নাই। দাওয়াত দেন, আমল করুন , ফিতনা থেকে দূরে থাকার চেষ্টা করুন।
ইব্লিশ/দাজ্জাল এদের যুক্তি / তর্ক / প্রমান দিয়ে হক পথে আনতে পারবেন না ।

Next Post Previous Post