বই নিয়ে ১৪ টি মজাদার উক্তি - যে বই পড়ে তাকে ভালোবেসো না
বই নিয়ে ১৪ টি মজাদার উক্তি - যে বই পড়ে তাকে ভালোবেসো না

১-যে বই পড়ে তাকে ভালবেসো না কারন তার সাথে তোমার জীবন হুমায়ুন আহমেদের বইয়ের মত মায়াময় হয়ে যেতে পারে।
২- যে বই পড়ে তাকে ভালবেসো না,
বই কিন্তু তার প্রেমিকা হতে পারে [বনলতা সেন] বা [ বিপাশা ] কে তার প্রেমিকা ভেবে ভুল করতে পার।
৩-যে বই পড়ে তাকে ভালবেসো না,
সে তোমাকে বেগম রোকেয়ার মত মহীয়সি হতে সাহায্য করতে পারে।
৪-যে বই পড়ে তাকে ভালবেসো না,
সে তোমার স্বপ্নের কথা জানতে চাইবে উপহার হিসেবে পেতে পার অরন্যর দিন রাত্রি।
৫-যে বই পড়ে তাকে ভালবেসো না,
-সে হতে পারে বিদ্রোহ অগ্নিবীনার মত।
৬-যে বই পড়ে তাকে ভালবেসো না,
সে হতে পারে তুখোর মিসির আলীর মত।
৭-যে বই পড়ে তাকে ভালবেসো না,
সে নতুন কিছু করতে চাইবে তার জীবন (দেশ বিদেশের মত) শ্রেষ্ঠ ভ্রমন কাহিনী।
৮-যে বই পড়ে তাকে ভালবেসো না,
তার মন হতে পারে বাচ্চা ভয়ংকর কাচ্চা ভয়ংকর।
৯-যে বই পড়ে তাকে ভালবেসো না,
সে হতে পারে নির্ভীক মাসুদ রানার মত।
১০-যে বই পড়ে তাকে ভালবেসো না,
সে গল্প বলবে রুদ্ধশ্বাসে ( আট কুঠুরি নয় দরজার মত)।
১১-যে বই পড়ে তাকে ভালবেসো না,
সে তোমাকে কাদাবে (জোছনা ও জননীর) গল্প বলে।
১২-যে বই পড়ে তাকে ভালবেসো না,
তার ছেলে মেয়েদের (নকশী কাঁথা) মাঠের গল্প শোনাবে।
১৩-যে বই পড়ে তাকে ভালবেসো না,
সে হতে পারে মায়াবী হাতে ধরিয়ে দিতে পারে ( কয়েকটি নীল পদ্ম)।
১৪-যে বই পড়ে তাকে ভালবেসো না,
তার সাথে হতে পারে প্রতিটি মুহুর্ত উওেজনা ( দারুচিনি দ্বীপ) র মত।
একদিন তোমাকে ডাকবে রুপা বলে, বলবে (আজ কোথাও যাব না)।