Bangla Islamic Answer Question - হারাম টাকা(সুদ,ক্যাশব্যাক) যা সওয়াবের উদ্দেশ্য ব্যতিরেকে দান করে দিতে হবে ঐ টাকা কোথায় দান করলে ভালো হবে মানে উদ্দেশ্য হাসিল হবে?
আসসালামু আলাইকুম। হারাম টাকা(সুদ,ক্যাশব ্যাক) যা সওয়াবের উদ্দেশ্য ব্যতিরেকে দান করে দিতে হবে ঐ টাকা কোথায় দান করলে ভালো হবে মানে উদ্দেশ্য হাসিল হবে??
-চন্দ রা
Bangla Islamic Answer Question - 2
Abdullah Al Mamun
ওয়ালাইকুমুস সালাম।
১) কোন নেককার গরীব মিসকিন কে, কিন্তু যদি জানা যায় সেই নেককার গরিব বা মিসকীন এসব টাকা জানলে তাকওয়ার কারণে গ্রহন করেনা তখন তাকে সেই টাকা না দেওয়াই উচিৎ।
২) মাসজিদ মাদ্রাসার টয়লেট নির্মাণে দেওয়া যায়।
৩) কোন দরিদ্র ত্বালেবে ইলমকে দেওয়া যায় যাতে সে মাদ্রাসার খরচ কিংবা প্রয়োজনীয় কিতাবাদি ক্রয় করতে পারে।
৪) মাদ্রাসার লিল্লাহ বোর্ডে দেওয়া যায়।
১) কোন নেককার গরীব মিসকিন কে, কিন্তু যদি জানা যায় সেই নেককার গরিব বা মিসকীন এসব টাকা জানলে তাকওয়ার কারণে গ্রহন করেনা তখন তাকে সেই টাকা না দেওয়াই উচিৎ।
২) মাসজিদ মাদ্রাসার টয়লেট নির্মাণে দেওয়া যায়।
৩) কোন দরিদ্র ত্বালেবে ইলমকে দেওয়া যায় যাতে সে মাদ্রাসার খরচ কিংবা প্রয়োজনীয় কিতাবাদি ক্রয় করতে পারে।
৪) মাদ্রাসার লিল্লাহ বোর্ডে দেওয়া যায়।