বাংলা ইসলামিক বই | মানসাঙ্ক - ড.শামসুর আরেফীন | বাংলা ইসলামিক বুক রিভিউ - তারাফুল আবদুল্লাহ মাহমুদ নজীব

বাংলা ইসলামিক বই |  মানসাঙ্ক - ড.শামসুর আরেফীন | বাংলা ইসলামিক বুক রিভিউ

বর্তামান সময়ের সবচেয়ে বড় একটি সমস্যা হচ্ছে ধর্ষন।ধষর্নের কোনো ঘটনা ঘটলেই একদল মানুষ নারীর পোশাক কে দোষারোপ করেই খালাস।তার বীপরিতে তবে প্রশ্ন আসে ছয় মাসের শিশুর পোষাকে কি সমস্যা ছিলো।আবার একদল পুরুষত্বই বিষাক্ত বলে দায় এড়িয়ে যায়।এর প্রকৃত কারন খুজতে কেউ গভীরে যায় না।

বুক রিভিউ মানসাঙ্ক ড.শামসুর আরেফীন


বাংলা ইসলামিক বই |  মানসাঙ্ক - ড.শামসুর আরেফীন | বাংলা ইসলামিক বুক রিভিউ


 ➤বাংলা ইসলামিক বই অনেক আঁধার পেরিয়ে লেখক : মুহাম্মাদ জাভেদ কায়সার (রহ) 


লেখকের মতে পুঁজিবাদী সমাজ ব্যাবস্থ্যায় এই বিষয়ের প্রতিকার মুলক গবেষণা লব্ধ ফলাফল গুলি ইচ্ছে করেই এড়িয়ে যাওয়া হয়।নয়তো যে কোটি কোটি টাকার পর্ন ইন্ডাস্ট্রি গুলি বন্ধ হয়ে যাবে।তাই সমাধান হিসেবেও এই পর্ন ও পতিতালয় গুলি কেই উপস্থাপন করা হয়।Boston University Medical school এর মনো বিজ্ঞানী Professor Dr.Robart প্রায় ৩০০জন সাজাপ্রাপ্ত ধর্ষকের উপর জরিপ চালিয়ে দেখেন, আশ্চর্যের বিষয়,৮% ধর্ষক মানসিক বিকারগস্ত আর বাকি ৯৮% ই স্বাভাবিক মানুষ।তার মানে এটা প্রমানিত যে ধর্ষকরা ভিনগ্রহের প্রানী নয়।আমাদের মতো স্বাভাবিক মানুষ।তাহলে কি করে তারা পশু হয়ে গেলো।বিষয়টা সমাজে ট্যাবু হবার কারনে এ সমস্যার গভীরে কেউ যায় না। আমাদের সবার ভিতরে একটা পশু আছে।একে দমন করে রাখার নামই মনষ্যত্ব। লেখক বইটিতে বিভিন্ন গবেষণা ও জরিপ থেকে উঠে আসা ভয়াভহ সব তথ্য উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে ধর্ষনের কারন,প্রতিকার ও প্রতিরোধের উপায় তুলে ধরে দেখাতে চেয়েছেন ১৪০০বছর আগেই এই সমস্যার সমাধান কোরআনে দেওয়া আছে।
ব্যাক্তিগত মতামতঃসাধানত মনস্তাত্ত্বিক বিষয়গুলি কিছুটা জটিল।তবে লেখকের প্রানান্তকর চেষ্টায় তা অনেকটাই সহজ ও সাবলীল হয়ে উঠেছে। নিজের ভিতরে কোনো পশু আছে কি না তা এই বইটি পড়ে অনুধাবন করা সম্ভব।আমি মনে করি করি বইটি ( মানসাঙ্ক ) সকলের পড়া উচিৎ।

- Humaira Tasnim Onindita



বাংলা ইসলামিক বুক রিভিউ - তারাফুল আবদুল্লাহ মাহমুদ নজীব

তারাফুল- আবদুল্লাহ মাহমুদ নজীব
সমকালীন প্রকাশনী
তারাফুল বইটি থেকে শিক্ষনীয় বিষয় আছে অনেক।

১) একজন বাবা ছেলে বয়সের সাথে বেড়ে উঠার সাথে সাথে ইসলামিক ও নৈতিক শিক্ষা দেওয়া সাথে বাহিরেও পরিস্থিতি অনুযায়ী ও সামলিয়ে শিক্ষা দেওয়া।


২) লাল পাঞ্জাবি ( পছন্দ হলে ও নবীজির অপছন্দ বলে বর্জন করা) সাথে বাবার কিছু কথা যা শিক্ষনীয়।

৩) দুআ করা আল্লাহর কাছে ছোট ছোট বিষয় হতে শুরু করে বড় বড় কিছু চাওয়ার জন্য হাত পাতা কতটা জরুরি।

৪) ভাল কাজের চিন্তায় আল্লাহর কাছে দোয়া করা,যা আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেন না।

৫) আল্লাহ কে কেন প্রয়োজন? দোয়া করা কতটা জরুরি

৬) কাউকে হাসানোর জন্য মিথ্যা কথা কতটা জঘন্য ও কারো নাম নিয়ে মজা করা ও জঘন্য ও কারো নিন্দা করা কতটা জঘন্য হতে পারে একজন বাবা ছেলেকে শিক্ষা দেওয়ার গল্প যা আমাদের ও শিক্ষনীয়।

৭) ছোট্ট একটি প্রানী পিপড়া ও দিয়ে
যেতে পারে শিক্ষা।

৮) কেউ নসিহাহ দিলে ইগু তে না নেয়া বরং শিখে নেওয়া। ইগু,রাগ কতটা জঘন্য যদি সামলাতে না পারে।

একজন সামী কারো নসিহা দেওয়ায় ইগুতে নেওয়ায় একজন স্ত্রী বুঝানোর পদ্ধতি যা শিক্ষনীয়।
কিভাবে দোয়া চাইলে আল্লাহ কবুল করবেন( ইন শা আল্লাহ)

বাংলা ইসলামিক বুক - তারাফুল  কিছু ছবি।



এই বইয়ের সবচেয়ে শেরা কথা আল্লাহর ভয়ে,
আল্লাহকে দেখার জন্য কত হারাম কাজ ছেড়ে দেওয়া।
-আরবি মুভি দেখেন?
= না
-কেন?
= গায়েরে মাহরাম চোখে পড়ে।

"যেই চোখ দিয়ে আল্লাহকে দেখার সপ্ন দেখি, সেই চোখ দিয়ে হারাম কিছু দেখা যায় বলো
,ভাই"?
Yasmin Meheraz Munmun
Next Post Previous Post