বাংলা ইসলামিক গল্প ও পোস্ট | ৩ টি পোস্ট একসাথে | জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত

বাংলা ইসলামিক গল্প ও পোস্ট | ইসলামিক চ্যানেল সমূহ  | জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত 



জান্নাতীরা জান্নাতে নিজ গৃহে অবস্থান করবেন। এমন সময় দরজায় কেউ কড়া নাড়বে। দরজা খুলে দেখবেন একজন ফেরেস্তা দাঁড়িয়ে। তিনি বলবেন চল আল্লাহ সুবহানাহু ওতায়ালার সাথে দেখা করে আসি।

তিনি তখন খুবই উল্লসিত হয়ে বের হয়ে এসে দেখবেন খুব সুন্দর একটা বাহন তাঁর জন্য প্রস্তুত। বাহন ছুটে চলবে খুব বিস্তৃত নয়নাভিরাম মাঠ দিয়ে যা স্বর্ণ আর মণি মুক্তা খচিত পিলারে সাজানো।

জান্নাতিরা খুব পরিতৃপ্তি নিয়ে ছুটবে। এমন সময় আলো দেখবে আলোর পর আরো আলো। তারপর আরো আলো।

জান্নাতীরা তখন উল্লসিত হয়ে ফেরেস্তাদের জিজ্ঞেস করবেন আমরা কি আল্লাহকে দেখেছি ?

না, আমরা সে পথেই ছুটছি। ফেরেস্তা বলবেন।
হঠাৎ জান্নাতীরা শুনবেন গায়েবী আওয়াজ -
* আস সালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ *
আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা স্বয়ং সালাম দিচ্ছেন জান্নাতীদের।
খুবই আবেগময় হবে সে মুহূর্তটা !!!

আল্লাহু আকবার।

আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালার সালামের জবাবে তখন জান্নাতীরা বলবেন,
আল্লাহুম্মা আনতাস সালাম, ওয়া মিনকাস সালাম, তাবারকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম।

হে আল্লাহ! আপনি শান্তিময় এবং আপনা হতেই শান্তি উৎসারিত হয়।। আপনি বরকতময় হে মহান ও সম্মানের অধিকারী।

তখন আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা জিজ্ঞেস করবেন,
তোমরা কি খুশী? তোমরা কি সন্তুষ্ট?

ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আমাদের আপনি জান্নাত দিয়েছেন! আমরা অসন্তুষ্ট হই কি করে!
জান্নাতীরা জবাব দিবেন।

আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা তখন জিজ্ঞেস করবেন,
তোমাদের আর কি চাই ?

তখন জান্নাতীরা (ইনশাআল্লাহ) বলবেন- আর কিছু চাই না।
না না। আজ তো দেয়ার দিন। আমি আরও দিব। বলো কি চাই?

তখন জান্নাতীরা (ইনশাআল্লাহ) সমস্বরে বলে উঠবেন-
ও আল্লাহ, আমরা আপনাকে দেখতে চাই।

আপনাকে দেখি নি কখনও, আপনাকে আমরা ভালবাসি।
আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা তখন পর্দা সরিয়ে দেবেন।
সৃষ্টি এবং স্রষ্টা মুখোমুখি। চোখ বন্ধ করে একটু চিন্তা করুন।

সারাজীবন দুনিয়াতে যাকে ডেকেছেন । যাকে না দেখে চোখ দুটো অঝোরে কেঁদেছেন। কাউকে না বলা আপনার একান্ত কথাগুলো যাকে বলেছেন। খুব বিপদে কেউ নেই পাশে, কেঁদে কেঁদে যাকে বলেছিলেন।

পকেট ফাঁকা, ঘরে খাবার নেই, অনিশ্চিত উৎস থেকে খাবারের ব্যবস্হা যিনি করেছেন। কত চাওয়া, মাকে বলেন নি, বাবাকেও না, রাতের আঁধারে কেঁদে কেঁদে যাকে বলেছিলেন।

কত অপরাধ করেছি, কেউ দেখে নি। একজন দেখেছেন কিন্তু গোপন রেখেছেন। বারবার ভুল করেছি, যিনি মাফ করে দিয়েছেন, অদৃশ্য ইশারায় সাবধান করেছেন।

সাহাবীদের প্রশ্নের জবাবে নবীজী বলেছেন, পৃথিবীতে আমরা যেমন চাঁদকে স্পষ্ট দেখি, আমরা আল্লাহ সুবহানুওতায়ালাকে তেমনি দেখব। ইন শা আল্লাহ।

এ যে জান্নাতের সবচেয়ে বড় নেয়া নেয়ামাহ্!

হে আল্লাহ আমাদেরকে আপনি দয়া করে জান্নাতের বাসিন্দা করুন।

-Golam Rabbi ভাই। [ আল্লাহ লেখককে উত্তম জাযা দিক]




সা’ত আল ইজতিজাবাহ ।

সা’ত মানে সময় । আর ইজতিজাবাহ মানে প্রতিদান বা জবাব দেয়া । ইসলামী পরিভাষায় সা’ত আল ইজতিজাবাহ হলো এমন এক সময় যখন বান্দাহ কিছু চাইলে আল্লাহ কবুল করেন ।

আর এ সময়টা শুক্রবার আসর থেকে মাগরিব পর্যন্ত ।

জাবের ইবনে আবদুল্লাহ (রা.) বর্ণনা করেন, জুমার দিনে ১২ ঘণ্টা রয়েছে। তাতে এমন একটা সময়ে রয়েছে, যাতে আল্লাহর বান্দা আল্লাহর ক‍াছে যা চায় আল্লাহ তাই দেন। অতএব তোমরা আছরের শেষ সময়ে তা তালাস করো।
(আবু দাউদ, হাদিস নং : ১০৪৮, নাসাঈ, হাদিস নং : ১৩৮৯)

আজ পরপর তিন বা তার চেয়ে বেশী জু’মা পড়তে পারিনি আমরা । রমজান অতি নিকটে । আমারা আল্লাহর কাছে আশায় আছি, রহমতের মাসে আমাদের শাস্তি উঠিয়ে নিবেন । ইনশাআল্লাহ ।

শুধু আমেরিকাতেই বাইশ মিলিয়ন বেকার ইতিমধ্যে । আর আমাদেরটা হিসাবেরও উপায় নাই । সামনে আরও ভয়াবহ দিন অপেক্ষা করছে ।

আল্লাহর কাছে বেশী বেশী করে ক্ষমা চাই ।

পুরো রমজানটা জুড়ে থাকে শান্তি আর উৎসবের আমেজ ।

ও আল্লাহ রমজানে আর লক ডাউন চাই না ।

ও আল্লাহ আপনি বলেছেন আপনার দয়া আপনার ক্রোধকে অতিক্রম করে না ।

আমরা বড় পাপী, আমাদের ভরসা শুধু আপনার দয়া ।

রব্বীগফির ওয়ারহাম, ওয়া আংতা খইরুর রহিমীন ।



স্মার্ট ফোন

স্মার্ট ফোন আর নেট ছাড়া লাইফ ইম্পসিবল ! মোবাইলে ডাটা শেষ তো পুরো দুনিয়া আন্ধার । ফেসবুক ইউটিউব আর গেম খেলে আমি গত এক সপ্তাহে মোট কত ঘন্টা মোবাইলে কাটিয়েছি, যোগ করে সামনে আনলে শিউরে উঠতে হয় । বিশ্বাস ই হবে না ! সত্যি বলছি আপনি অস্বীকার করবেন-বলে বসবেন এতো সময় ! হাউ ইট ইজ পসিবল ?

অ্যাপল ফোনে লেটেস্ট সফটওয়ার ডাউনলোড করে খুব ভাল একটা জিনিস পাবেন ‘স্ক্রীণটাইম’ । মোবাইল কোথায় কত সময় গেল, শুধু তাই নয়, সাধের অ্যাপল ফোন কতবার হাতে তুলছেন সে হিসাবও আছে । সেলফোনের আসক্তি নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে অ্যাপলের এই উদ্যোগ ।

আমার আজকের লিখার উদ্দেশ্য আসলে এটা না । আসলে এ যুগে বাস করে প্রযুক্তির বাইরে ফাইট করা বড় দুরুহ ব্যাপার । তার চেয়ে ভাল, প্রযুক্তিটাকে ভাল কাজে লাগাই ।

সামনে যেহেতু রমজান, চলুন এই একটা মাস স্মার্ট ফোন আর নেট টাকে গতানুগতিক ব্যবহার থেকে বদলে দেই । আমরা চাইলেই ফেসবুক ইউটিউবকে আর শখের সেল ফোনটাকে ইবাদতের হাতিয়ার বানিয়ে দিতে পারি । বেশী না এক মাস, শুধু রমজানটা ট্রাই করবো ।

নিচে কয়েকটা ফেসবুক পেজ দিচ্ছি, যেগুলো ফেসবুকের সেটিংসে গিয়ে ‘সী ফার্স্ট’ দিয়ে রাখতে হবে । আপনি যখনি মোবাইল হাতে তুলবেন তখনি ঐ পেজের পোস্টগুলো আগে আসবে । রোজা অবস্হায় ইসলামী পোস্ট গুলো মন টানবে ।


আমি শুধু আমার মতামতটা শেয়ার করছি , এর বাইরে আরও ভাল কিছু থাকলে কমেন্টে জানাবেন, আমার নিজের জন্য চাইছি ।

Naseehah-আমার খুব পছন্দের পেজ । মানসম্মত ভাল ইসলামিক আর্টিকেল পাবেন ।

আরও আছে

  • Deen, 
  • Dawah, 
  • Tasbeeh, 
  • Islam ইসলাম, 
  • পর্দা-The sign of modesty 
  • Ummah Network
  • Salihat
  • Ibadah

-
খুব দরকারী ভাল ইসলামিক লিখা পাবেন এখানে ।

Universal Vision- নির্ভরযোগ্য ইসলামিক স্কলাররা বিভিন্ন বিষয় ভিত্তিক বক্তব্য আর মাসআলা দেন এখানে ।

Dr Khandaker Abdullah Jahangir-ওনাকে পরিচয় করিয়ে দেয়ার কিছু নাই । আল্লাহ জান্নাত বাসী করুন ।

Ahmadullah, Abdul Hai Saifullah আপনার অনেক জিজ্ঞাসার দলিল ভিত্তিক গুছালো বক্তব্য পাবেন ওনার কাছে ।

এবার কিছু ইউটিউব চ্যানেল দিচ্ছি যেগুলো আমি ফলো করি । প্রতিদিন কম করেও হলেও এই রমজানে এক ঘন্টা লেকচার শুনুন ।
Baseera-দেশী চ্যানেল ।খুবই মানসম্মত ইসলামিক ভিডিও উপহার দেয় তারা । বিশেষ করে এদের জীবন-মৃত্যু-জীবন এতটাই মনকে নরম করে যে অকান্ত অনুরোধ অন্তত এই সিরিজটা কেউ মিস করবেন । কবর থেকে জান্নাত -দশ পর্বের চমৎকার ভিডিও ।

An Nafee-হ্রদয় বিগলিত করা কোরআন তিলাওয়াত সাথে বাংলা সাব টাইটেল পাবেন এখানে ।

Mercifulservant, iLovUAllah, LoveAlllah328-খুব ভাল ইন্টারন্যাশনাল ইসলামিক চ্যানেল ।

Sense Islam,
কুরআনের কথা-কোরআন ভিত্তিক সাইন্টিফিক ভিডিও পাবেন এখানে ।

Ahmad musa jibril, Hamza Yousuf, Mufti Menk, Nouman Ali khan- ইসলামকেও খুব সুন্দরভাবে তুলে ধরেন ওনারা ।

Musa jibril এর ‘ধুলুমলিন রমাদান’ Raindrops media থেকে রমাদানের উপর অসাধারণ এক লেকচার সিরিজ ।

লিখাটা বড় হয়ে গেল , তারপরও অনেক কিছু বাকি আছে । বলা যায় বছরের পর বছর ঘাটাঘাটির ফসল এই এক লিখায় । উদ্দেশ্য একটাই আল্লাহকে খুশী করা ।

মানুষ অভ্যাসের দাস । আমাদের নবী সা: হাদীসের কথা অনুযায়ী মানব দেহে একটা মাংস পিন্ড আছে, যেটা মরে গেল সব শেষ , যাকে ক্বলব বলে। আমার ক্বলবের খোঁজ কি আছে আমার কাছে ?
আসুন এই একটা মাস নিজেকে RESTRAT করি ।
সময় চলে যায়, আমরা বেখবর !
- লেখকের নাম জানিনা 
Next Post Previous Post