বাংলার নামে মুসলিম তথা সেকুলাঙ্গার মোডারেট মুসলিমদের জঘন্য দ্বিমুখীতা

বাংলার নামে মুসলিম তথা সেকুলাঙ্গার মোডারেট মুসলিমদের জঘন্য দ্বিমুখীতা



কেন এই কথা গুলো এখন বলছি জানেন? যখন শ্রীলঙ্কায় হামলা হল, প্রমাণাদি ছাড়াই মুসলিমদের স্কেপগোট বানানো হল,

তখন আমার সুশীল বন্ধুদের কেউ কেউ আমাকে বলেছিল, মানবতা থাকলে এরকম হামলা হত না! কত সুন্দর বাস্তব কথা, তাই না? 

কিন্তু তখন যদি এসব বলতে যেতাম, আমাকে বলা হত তুমি এক হামলা দিয়ে আরেকটিকে জাস্টিফাই করছো? তা বাপু তোমাদের ডাবল স্ট্যান্ডার্ডগুলো যেহেতু দেখতে পারোই না, তাই এখন বলি।

সেটাকে যদি এক হামলা দিয়ে আরেক হামলা জাস্টিফাই করা বুঝে থাকো, তবে ভেবে রাখো তোমার অন্তর হয়তো বক্র, আর আল্লাহ বক্র অন্তরকে পথ দেখান না।

শ্রীলঙ্কার গীর্জায় যখন হামলা হয় দেখলাম তুমি বেশ দুঃখ প্রকাশ করলে, অথচ খুজে দেখলাম ক্রাইশ্চার্চের ঘটনায় তুমি আশ্চর্য রকম নীরব ছিলে!


নটর ডেম ক্যাথেড্রালে যখন আগুল লাগলো তোমার সে কি কান্না! অথচ দিল্লি যখন পুড়িয়ে দেয়া হলো তখন তুমি বললে এ নিয়ে কথা না বলতে এতে নাকি উগ্রতা ছড়াবে!



আরো পড়ুন ঃ 

রাজিবকে যখন মারা হয় তখন তো বেশ শোক প্রকাশ করলে, কিন্তু শাপলার ঘটনায় কেন তুমি এত নীরব?

নাছিরনগরে যখন সংখ্যালঘুদের উপর হামলা হলো হলো তুমি তখন মানবাধিকার কর্মী বনে গেলে, কিন্তু ভোলায় যখন বিচার চাওয়ার কারনে গুলি করে মারা হয় তখন নিজের ঠোটে কেন সেলাই দিয়েছিলে?

থিওডোর রুজভেল্টে যখন করোনার আঘাত হলো তুমি ব্যথায় কুঁকড়ে গেলে। অথচ ই'রাকের পাঁচ লক্ষ শিশুর মৃত্যুর কথা তুমি জানোই না!

চীনের উহানের জন্য তোমার অনেক কষ্ট! কিন্তু কেন যেন উইঘুরের কথা তুমি বিশ্বাসই করতে চাও না!

ক্ষুদিরামকে তো তুমি ঠিকই বীর বলো, তবে বুরহানের বেলায় কেন নয়?

কাফের মুশরিক, স্বঘোষিত মুরতাদ কোনো বিনোদনকর্মী যখন মারা যায় তোমাদের টাইমলাইন তখন শোকের মাতম তুলে! কিন্তু আল্লাহর সৈনিকদের কথা বাদ গত কদিনে যে কত বড় বড় ওলামায়ে কেরাম দুনিয়া থেকে চলে গেলেন তুমি তো তাদেরকে চেনোই না!

- Anwar Hossain
Next Post Previous Post