বাইতুল্লাহর মুসাফির - লেখক আবু তাহের মিছবাহ | Bangla Islamic Book Free Download | Baitullar Musafir Free PDF | Bangla Boi
বাইতুল্লাহর মুসাফির - লেখক আবু তাহের মিছবাহ |Baitullar Musafir Free PDF |
বাইতুল্লাহর মুসাফির বই এর তথ্য
কিতাব --: বাইতুল্লাহর মুসাফির
লেখক --: আবু তাহের মিছবাহ
প্রচ্ছদ --: বশির মিছবাহ
ধরণ --: হজ্বের সফরনামা
পৃষ্ঠা --: চারশো তিরিশ পৃষ্ঠা
মূল্য --: দুই শত টাকা মাত্র
প্রকাশক --: দারুল কলম
প্রকাশকাল--: দুই হাজার নয় খৃস্টাব্দ
`বক্ষে আমার কাবার ছবি
নয়নে মুহাম্মাদ রাসূল!' (সা.)
![]() |
ক্বাবা |
প্রথমেই
ছাহিবে কিতাব সম্পর্কে বলি ,
লেখকের নাম মাওলানা আবু তাহের মিছবাহ। তিনি কওমী মহলে আদীব হজুর নামে খ্যাত। তিনি সাহিত্যিক --
সাহিত্যের সাধক। সাহিত্য ময়দানের ইমাম। তার সাহিত্যচর্চা আর্থিক নয় , আত্মিক। তার সাহিত্যসাধনা জাগতিক নয় , নৈতিক।সাহিত্যচর্চা তার কাছে নিছক বিনোদন নয় , ইবাদত।ফলে তাঁর কলম কলবের তরজুমানি করে।
কলমের লেখায় থাকে হৃদয়ের রেখা।
তার লেখার পরিমাণ কম , মান বেশী। কারণ তিনি 'পরিমাণে' নয় , 'মানে' বিশ্বাসী।তবুও তাঁর রচিত অনুদিত এবং সম্পাদিত গ্রন্থের সংখ্যা ইতিমধ্যেই একশো ছাড়িয়ে গেছে।
তিনি মাদানী নেছাবের প্রবক্তা ।
তিনি স্বপ্নচারী। স্বাপ্নিক।স্বপ্ন জাহাজের দরদী নাবিক।স্বপ্নযাত্রীদের নিয়ে স্বপ্নিলবন্দর পানে এগিয়ে চলছেন অদম্য গতিতে। মাসিক 'পুষ্প' সেই স্বপ্নযাত্রার
দরদী সহায়ক।তিনি তার সম্পাদক।
ইসলামি ধারার সাহিত্য যে অল্প ক'জন ব্যক্তির হাত ধরে নতুন রেনেসাঁর সৃষ্টি করেছে , আবু তাহের মিছবাহ তাদের অন্যতম।
৬ মার্চ ১৯৫৬ খৃস্টাব্দে কুমিল্লার এক নির্জন নিভৃত পল্লিতে জন্ম গ্রহণকারী এই সাধক পুরুষ নিরবে নিভৃতে থাকতেই ভালোবাসেন বেশী। যশ - খ্যাতির পিছনে তিনি কখনো ছুটেননি।খ্যাতির বাহনে কখনও উড়েননি। উড়তে চাননি।খ্যাতি দিয়ে মানুষ মাপা যায় না তা তিনি ভালো করেই জানেন। তাই নির্জন নিরালা আড়ালই তাঁর প্রিয় সঙ্গ।
জ্ঞান ও কর্মরাই সেখানে প্রতীকী মশাল।
নিঃসঙ্গের সঙ্গী কেবল কলম - কালি এবং নির্জন রাতের আহজারি। সেই চোখাশ্রু মিশিয়ে কলম-কালি দিয়ে লিখেছেন কালজয়ী অনেক গ্রন্থ।তাই তার 'কা'বিলিয়্যতের' (যোগ্যতা ) চেয়ে 'মাকবুলিয়্যাত' ( গ্রহণযোগ্যতা) অনেক বেশি । যার প্রমাণ হলো তার লিখিত অনেক কিতাব কওমী পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত।যুগ যুগ ধরে পঠিত।সর্বহলে সর্বমহলে সমাদৃত।
বাইতুল্লাহ - প্রেমিক আবু তাহের মিছবাহ সাহেবের এমনি এক কালজয়ী গ্রন্থ হলো
বাইতুল্লাহর মুসাফির সংক্ষেপে বুক রিভিউ :
বাইতুল্লাহর 'মুসাফিরে'র বাইতুল্লাহর উদ্দেশ্যে সফর শুরু হয় চৌদ্দশত তিন হিজরির রমজান মাসে।দশ দিন পাকিস্তান অবস্থান করে উড়াল দেন আরো পশ্চিমে , আবুধাবির উদ্দেশ্যে ।সেখানে আরো দশ দিন অবস্থান করেন মাদরাসার কাজে।এই বিশ দিনের সফরনামায় যেমন রয়েছে পাকিস্তানের অজপাড়া গাঁয়ের এক বৃদ্ধা মহিলার দীদারে বাইতুল্লাহর তামান্নার কথা , তেমনি রয়েছে আল্লাহ মিয়াঁকে এক নিষ্পাপ শিশুর দু'টি চকোলেট হাদিয়া দেওয়ার গল্প।অবুঝ শিশুর অবুঝ ভাবনা ছিল হয়তো আল্লাহ মিঁয়ারও তার মতো চকোলেট পছন্দ ।
এমনিভাবে আবুধাবিতে রয়েছে সে দেশের বিত্তশালীদের সম্পদ-প্রাচুর্য ও তার 'চয়- অপচয়' এবং 'ব্যয় - অপব্যয়ে'র মর্মন্তুদ আখ্যান ।তেমনি রয়েছে এক ফিলিস্তিনি শায়খের বেদনা বিধুর ঈমানদীপ্ত জিহাদী দাস্তান।
সেখান থেকে বাইতুল্লাহর 'মুসাফির' উড়াল দেন সৌদি আরবের উদ্দেশ্য ।
যেখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে প্রার্থিত
ঘর বাইতুল্লাহ। যার নিকটেই আছে পবিত্র কালো পাথর , মাকামে ইবরাহীম।
আছে ছাফা মারওয়া, মুলতাযাম।
আছে মুযদালিফা, আবে যামযাম।
আছে মদীনা , মসজিদে নববী আর
মদীনার সোনার গম্বুজ ।
আছে প্রিয় নবীজীর রওজা এবং অসংখ্য সাহাবা ছুলাহার কবর জান্নাতুল বাকী।লেখক এই প্রতিটি স্থানে দাঁড়িয়ে কলমের কালো কালিতে অঙ্কিত করেছেন হৃদয়ের ভাব- ভাবনা এবং আবেগ- অনুভৃতি।তুলে ধরেছেন প্রথম দীদারে বাইতুল্লাহ এবং যিয়ারতে মাদীনার ভাব ও ভাবাবেগের আগ্রহদীপ্ত স্মৃতি ।
সেখান থেকে লেখক নিজের নির্বুদ্ধিতায় হজ্ব না করেই আবার ফিরে আসেন বাংলাদেশে।এখানেই এসে শেষ হয় সফরের প্রথম পর্ব। শুরু হয় আবার আল্লাহর কাছে তাঁর হজ্বে বাইতুল্লাহর প্রার্থনা , যিয়ারতে মাদীনার আকুল ব্যকুল কামনা।কাঁদেন, কেঁদে জার জার হোন, জার জার হয়ে কাঁদেন ।
একেবারে শেষ মুহূর্তে অকল্পনীয়ভাবে ভিসা হয়ে যায় ।
কীভাবে ? তার বর্ণনা আছে কিতাবে।যার পদে পদে এবং পথে পথে রয়েছে আল্লাহর গায়েবী নুছরত।লেখক আবার পৌঁছে যান সোনার মদীনায় ।এখান থেকে আরম্ভ হয় সফরের দ্বিতীয় পর্ব এবং মূল পর্ব।শুরু হয় হাফেজ্জী হুজুরের সাথে হজ্বের ধারাবাহিক আমল।ফলে সেটা লেখকের আর একক সফরনামা থাকেনি।
এই পর্বে রয়েছে হজরত হাফেজ্জী হুজুরের বিভিন্ন আমল - আখলাকের কিছু অতুলনীয় নমুনা।
রয়েছে মুযদালিফার রাতে, জান্নাতুল বাকীতে , আরাফার তপ্ত সূর্যের নিচে তপ্ত বালুতে হাফেজ্জী হুজুরের কান্নার মোনাজাত এবং মোনাজাতের কান্না।
আছে উহুদ বদর তায়েফে, মসজিদে কুবা এবং মসজিদুল খাইফে কাফেলার আগমন এবং অতীতের স্মৃতিচারণা।
রয়েছে হজ্বের বিভিন্ন আ'মাল যথা মিনায় রাতযাপন , তাওয়াফে কুদুম, ছাফা - মারওয়ার সাঈ , রামি জামরা এবং তাওয়াফে যিয়ারতের আবেগঘন বর্ণনা ।
হজ্বের আ'মালে লেখক কখনো অতীতের গর্ভে হারিয়ে গেছেন , কখনো অতীতকে বর্তমানে ফিরিয়ে এনেছেন ।
কখনো বা অতীত - বর্তমান একাকার করেছেন ।
রয়েছে মদীনার গ্রামে , সালমান ফারসী (রাঃ) এর বাগানে , হাজীদের কুরবানিগাহে এবং মিনার নির্জন পর্বতে লেখকের কিছু সময় যাপন এবং নিজস্ব অনুভব অনুভূতি।
প্রাসঙ্গিক ভাবে এসেছে হযরত হাফেজ্জী হুজুরের তওবার রাজনীতির খণ্ডিত ইতিহাস , শায়েখ আব্দুল্লাহ বিন বায এবং বিভিন্ন আমীর উমারার সাথে বৈঠকের কথা।
হজ্ব সেরে হাফেজ্জী হুজুর ইরাক যান ইরাক ইরান ভ্রাতৃঘাতী যুদ্ধ বন্ধ করার জন্য ।লেখকও হন হযরতের ইরাক সফরসঙ্গী ।
কোন ইরাক !? যে ইরাকে রয়েছে প্রাচীন দারুল খিলাফাহ কাদেসিয়া কারবালা।
আছে দজলা ফোরাত ফুফা বসরা বাগদাদ ।
কোন ইরাক !? যে ইরাকে রয়েছে আলী মোরতযা সালমান ফারসি সহ অসংখ্য সাহাবীর কবরস্থান ।আছে জীলানী বুগদাদী মা'রুফ কারখী এবং ইমাম আবু হানীফা ও আবু ইউসুফের মাযার।
আছে হোসাইন এবং মুসলিম বিন আকীলের রক্ত , আছে শিমার ও হালাকু খানের ধ্বংস ।
আছে খলীফা হারুনুর রশীদ ও মামুনুর রশীদ এবং মুসা আল কাযিম। আছে আরো কতো নায়ক - মহানায়ক -খলনায়ক ।
এসব নায়ক-খলনায়কদের ইতিহাসটাই লেখক তুলে ধরেছেন ভ্রমণের ফাঁকে ফাঁকে ।কখনো হারিয়ে গিয়েছেন অতীতে ।তুলে ধরেছেন অতীতের গৌরব এবং গৌরবের অতীত।বর্ণনা করেছেন ইতিহাসের ইতিহাস ।
কারবালা এবং বিভিন্ন মাজার ও পর্যটন স্থলে দাঁড়িয়ে শুনিয়েছেন তার সাথে সংশ্লিষ্ট ইতিহাসের কথকতা । শুনিয়েছেন কলজে পোড়া রক্তাক্ত উপাখ্যান।প্রতিষ্ঠিত সত্যের পাটাতনে দাঁড়িয়ে বলে গেছেন ইতিহাসের দাস্তান।
অতি অবশ্যই ওঠে এসেছে সাদ্দামের সাথে হাফেজ্জী হুজুরের কাফেলার বৈঠকের আদ্যপন্ত।আলোচনা ব্যর্থ হলে লেখক আবার হাফেজ্জী হুজুরের পক্ষ থেকে চিঠি নিয়ে যান প্রেসিডেন্ট সাদ্দামের বাসভবনে ।সেখানে সাদ্দাম ও তাঁর কিশোর পুত্রদের সাথে লেখকের কথোপকথন, লেখককে সাদ্দাম -পুত্রদের প্রদত্ত হাদিয় উপঢৌকন, বিলাস বহুল প্রাসাদে প্রেসিডেন্টের সহজ সরল এবং সৈনিক সুলভ জীবনযাপনের আলোচনাও ওঠে এসেছে তাঁর লেখায় ।
রয়েছে মহসিন ও তার সহজ সরল পিতা -মাতার জীবন যাপনের অশ্রুসিক্ত বর্ণনা ।
আছে লেখকের পূর্ব পরিচিত মুহাম্মদ , যার সাথে লেখক বাগদাদের অলি গলি খেজুর বাগান এবং দজলা ফোরাত এবং গ্রামের পথে ঘুরে বেড়িয়েছেন ।অর্জন করেছেন নানান অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার বর্ণনায় ভরপুর পাতার পর পাতা।সর্বোপরি এই বইয়ে রয়েছে তৎকালিন পাকিস্তান, আরব আমিরাত, সৌদি আরব এবং যুদ্ধরত ইরাকের সামাজিক , অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও গ্রামীন জীবন সম্পর্কে বস্তুনিষ্ঠ আলোচনা।
আচ্ছা , বাগদাদের রাজপথে হাফেজ্জী হুজুরের গাড়ির সামনে যে একজন শুভ ও শুভ্র লেবাসের লোক দাঁড়িয়ে গেলেন, যাকে কেউ চিনে না , যাকে কেউ দেখেনি।
তার সাথে পাশের খেজুর বাগানে হাফেজ্জী হুজুর গিয়ে কথা বললেন।তিনি কে ?
কী এর রহস্য?
bangla islamic book pdf file download |
কিতাব ও ছাহিবে কিতাবের বৈশিষ্ট্য
বাইতুল্লাহর মুসাফির একটি ভ্রমণ কাহিনী তখনই মনোজ্ঞ হয় যখন তার মধ্যে পথ ভ্রমণ এবং স্থান দর্শনের অতিরিক্ত কিছু থাকে। পথ ভ্রমণ বা স্থান দর্শন সহজ গতানুগতিক বিবৃতি মাত্র। পাঠক সর্বদাই মানুষকে জানতে চায় এবং মানুষের অনুসন্ধিৎসা ও আকাংখাকে অনুভব করতে চায়। একটি দেশে যখন একজন ভ্রমণকারী উপস্থিত হয়, সে যে জীবনে অভ্যস্ত সেখানে অবিকল সেই জীবনটি পায় না।
নতুন দেশের মানুষের আচরণের মধ্যে, কর্মকান্ডের মধ্যে, উৎসাহের মধ্যে, উৎসব এবং বেদনার মধ্যে সে নতুন তাৎপর্য খুঁজে পায়। এই তাৎপর্যকে অল্প সংখ্যক পর্যটকই যথার্থভাবে তুলে ধরতে সক্ষম হয়।বাইতুল্লাহর 'মুসাফির' সেই অল্প ক'জনের একজন।
* লেখকের ভ্রমণকাহিনী এবং ইতিহাসের ধারা বিবরণী একসাথে হাত ধরে চলে।যা অন্য লেখক থেকে তাঁকে অনন্য করে তুলেছে।
* লেখক সাদা চোখে যা দেখেছেন তা সরাসরি সাদামাটা ভাষায় কালো কালির পর্দায় তুলে ধরেছেন ।কোন কৃত্রিমতার আশ্রয় নেননি।কোন দুর্বলতাকে 'প্রশয়' দেননি।
* এই কিতাবের বর্ণনা এতই আকর্ষণীয় যে , তা পাঠককে ভিন্ন জগতে নিয়ে যায়।হৃদয়ে উত্তাপ ও যন্ত্রণা সৃষ্টি করে এবং চোখকে অশ্রুসজল করে।আর এটা হবেই বা না কেন ? এই কিতাব তো লেখা হয়েছে মাহে রমজানে ই'তিকাফরত অবস্থায় অজু সহকারে।কলম ও কলব, এ দুয়ের শুভ মিলন করে।
* হজ্বের আমলসমূহের তত্ত্ব ও তাৎপর্য এবং দর্শন ও রহস্য বিভিন্ন আলোচনার মাধ্যমে তুলে ধরা এ সফরনামার উজ্জ্বল এক বৈশিষ্ট্য ।প্রসঙ্গত কিতাবটিতে নামাজ , যিকর ও দুআর মতো আমলসমূহের একটা 'চয়ানিকা' তৈরি হয়ে গেছে। সুতরাং কিতাবটি হাজীদের জন্য হতে পারে একটি 'গাইড বুক'।
এখানে অতি প্রাসঙ্গিক ভাবেই আলোচনা এসে যায় কিতাবটির ভুল- ত্রুটি সম্পর্কে ।হ্যাঁ আছে , ভুল আছে।তবে কিনা আমার চোখে কয়েকটা মুদ্রণপ্রমাদ ছাড়া আর কোন ভুল ধরা পড়েনি।হয়তো এটা আমার মোহগ্রস্ত দৃষ্টির অসম্পূর্তা। ভাষা ও সাহিত্যের দিক থেকে কিতাবটির একটা বড় ত্রুটি এই যে, হাতে নেওয়ার পর সবকিছু ভুলে গিয়ে তার মাঝে ডুবে যেতে হয় ! ডুবে থাকতে হয় !!
বই এর ভালোলাগা উক্তি
আসলে পুরো বইটিই স্বর্ণের বাটখারায় মেপে রাখার মতো।প্রত্যেকটা কথাই স্বর্ণাক্ষরে নূরের হরফে লিখে রাখার মতো।তবে যেহেতু কিছু উক্তি পেশ করা রিভিউ -- এর এক অন্যতম অনুসঙ্গ, তাই কিছু উক্তি পেশ করছি।
* "কিতাবের হাজার পাতার চেয়ে আল্লাহর কোনো নেক বান্দার ক্ষণিকের ছোহবত অনেক বেশী উপকরী।কিতাব হয়তো জ্ঞান দান করে, কিন্তু ছোহবত দান করে অন্তর্জ্ঞান।অধ্যয়ন যদি হয় প্রদীপ , সান্নিধ্য হলো হৃদয়ে সেই প্রদীপের প্রজ্বলন।"
* "স্বপ্ন দেখো, স্বপ্ন লালন করো, স্বপ্নের বেদনা বহন করো এবং স্বপ্নের পূর্ণতার জন্য প্রতীক্ষার প্রহর গুণো --- এরই নাম জীবন।"
*চোখের দেখার আগে যদি হয় হৃদয়ের দেখা তখন সবকিছু মনে হয় আপন, সবকিছু মনে হয় আপনার !"
* " 'কলব ও কালিব'-- এর মাঝে যখন বৈপরীত্য দেখা দেয় তখন কলবকে কালিবের উপর অগ্রাধিকার দিতে হয়, কারণ যে কোন সময় কলব থেকে কালিবের মাঝে পরিবর্তন আসতে পারে।"
|
বাইতুল্লাহর মুসাফির বই কারা পড়বে এবং কেন পড়বে -
* যাদের দিল মৃত, নেই দীদারে বাইতুল্লাহ এবং যিয়ারতে মদীনার স্বপ্ন। তারা পড়বে স্বপ্ন পোষে হৃদয়ে লালন করার জন্য ।
* যারা দীদারে বাইতুল্লাহর স্বপ্ন দেখে তাদের দিলকে বেকারার বে'তাব এবং আরো তীব্র থেকে তীব্রতর করার জন্য ।
* যারা আশা করে, ভবিষ্যতে আমি হবো
হাজী, এই কিতাব যেন হয় তাদের সঙ্গী ।
* যারা বুঝে না হজ্ব কী !? কী এর রহস্য! ?
কী এর তাৎপর্য !? তাঁরা পড়বে হজ্বের হাকীকত বুঝার জন্য ।
* তালিবে ইলম (শিক্ষার্থী ) পাঠ করবে 'আদাবুল ইলম' ও 'আদাবুল মুতাআল্লিমীন' বিষয়ে মূল্যবান পাথেয় আহরণ করার জন্য ।
* সমাজের সাধারণ মানুষ এতে পাবে 'আদাবুল মুআশারা' ও 'আদাবে ইনসানিয়াতে'র অজস্র মনি মুক্তা।
* যারা লিখতে জানে, কিন্তু জানে না, কিভাবে লেখে সফরনামা ? তাদের জন্য কিতাবটি হতে পারে আলোকিত রাহনুমা।
* যারা ভাষা ও সাহিত্যের চর্চায় নিয়োজিত তারা যদি তা থেকে ভাষা ও সাহিত্যের পুঁজি সংগ্রহ করতে চায় তবে তো আমি বলবো , শুরু থেকে শেষ, এ গ্রন্থ তো একটি আদর্শ সাহিত্যগ্রন্থ।
Bangla Islamic Book Free Download পাঠ অনুভূতি
বাইতুল্লাহর মুসাফির একটি অসাধারণ
বই।অনন্য।অন্য বইয়ের চেয়ে অনেকটা ভিন্ন।জীবনের এই প্রথম এই বইটি পড়েছি একবার দুইবার তিনবার এবং বিক্ষিপ্তভাবে আরো অনেক বার।গল্প উপন্যাস ছাড়া কোন বই যে পাঠককে এতো প্রবলভাবে টানতে পারে এই বইটি না পড়লে কখনোই বুঝতাম না।
বইটিতে শব্দের প্রাচুর্য আছে, ভাষার মাধুর্য আছে এবং আছে বর্ণনা শৈলীর চাতুর্য ।
গ্রন্থটিতে বিষয়বস্তুর বৈচিত্র্য আছে , বিষয়গৌরবের সৌকর্য আছে এবং আছে চিন্তা ভাবনার অভিনবত্ব ।
বইটিতে যেমন আছে অপূর্ব সাহিত্য- সৌন্দর্য তেমনি আছে তথ্য ও তত্ত্ব ।
লেখকের গদ্য বড় অদ্ভুত সুন্দর ।সহজ ।সুখপাঠ্য ।শক্তিমান ও প্রাঞ্জল।
লেখকের বর্ণনাভঙ্গি উপমা এতটাই মনোমুগ্ধকর যে বিস্ময়ে বাক অবাক হতবাক হয়ে যেতে হয় ! শব্দচয়ন বাক্যগঠন এতোটাই সুদৃঢ় এবং শক্তিশালী যে মন্ত্রমুগ্ধের মত পড়তে হয়, পড়ে যেতে হয় ! মনে হয় প্রত্যেকটা শব্দ যেন একেকটা ফুল।প্রত্যেকটা বাক্য ফুলমালা ।আর বইটি যেন ফুলের সম্ভার।লেখক হলেন দরদী মালি।
আর প্রখ্যাত প্রচ্ছদশিল্পী বশির মিছবাহের প্রচ্ছদসজ্জায় বইটি পেয়েছে নতুন মাত্রা ।
বইটি পড়া অবস্থায় কখনো নিজেকে আবিষ্কার করেছি যে, আমি কাঁদছি ! কেঁদে কেঁদে পড়ছি ! পড়তে পড়তে কাঁদছি !
কখনো অনুতাপের , কখনো কষ্টের।
কখনো আবেগের, কখনো বঞ্চনার।
আবার কখনো হাসছি।হাসতে হাসতে পড়ছি।পড়তে পড়তে হাসছি।
কখনো প্রাপ্তির , কখনো তৃপ্তির।
কখনো সৌভাগ্যের, কখনো আনন্দের।
আর হ্যাঁ, আমিও ছিলাম লেখকের সঙ্গে
বাইতুল্লাহর মুসাফির।মিনায় আরাফায় মুযদালিফায় সাফা-মারওয়ায় যামযামের পাড়ে নবীজীর পবিত্র রওজার ধারে সবখানে ছিলাম আমি।ছিলাম মক্কা মদীনায় কুফায বাগদাদ কারবালায় ।ছিলাম আবুধাবি পাকিস্তানে।
আমি তাঁর সঙ্গে ছিলাম এখানে ওখানে সবখানে।
তিনি যেখানে থেমে ইতিহাসের পাঠদান করেছেন, সেখানে আমি ছিলাম তার মনোযোগী শ্রোতা।তিনি ঐতিহাসিক স্থান দেখেছেন, আমাকে দেখেয়িছেন, শুনিয়েছেন স্থান কেন্দ্রীক ইতিহাসের চড়াই উৎরায়ের ইতিহাসের লাল দাস্তান । ফাঁকে তুলে ধরেছেন ইতিহাসের শিক্ষা। দিয়েছেন দীক্ষা ।
সর্বোপরি রয়েছে 'বায়তুল্লাহর সাথে আব্দুলাহর' দীদারের আবেগপ্রবণ বর্ণনা ।
বারবার সাক্ষাতের নিত্য নতুন ভাবনা।বাইতুল্লাহ থেকে বিদায়ের বিরহ - যন্ত্রণা!
লাভ করছি নতুন নতুন অভিজ্ঞতা।ভাবে অনুভবে ভরে ওঠেছে হৃদয়পাতা।
-------------------------
ব্যক্তিগত রেটিং --: 10/10
- Baki Billah
Photo Of Baitullah
Tags
bangla islamic book pdf file download |
islamic books in bengali free download |
islamic books in bengali pdf |
islamic bangla book pdf download |
islamic history books in bangla free download pdf |
islamic bangla pdf |