বিবাহিত বোনের প্রতি ভাইয়ের কিছু কথা। - হাসান বিন আবদুল্লাহ

বিবাহিত বোনের প্রতি ভাইয়ের কিছু কথা। - হাসান বিন আবদুল্লাহ 


আপার বিয়ে হয়ে গেছে?

মাশআল্লাহ্, আলহামদুলিল্লাহ, সুবহানআল্লাহ!
আমিতো আরো ভাবতিছি নামে ইয়াসমিনের
 জায়গায় ইসলাম কেমনে যুক্ত হইলো!!

যাক বিয়ে হইলে খুশির খবর।
আমি তো ভাবছিলাম 2016 সালেই বিয়ে হয়ে যাবে(!)
অনেকের বিয়ে হলেও দুজনের বিয়ের কোন
 খবর নাই তাই অবাক হচ্ছিলাম।

খুশিতে অনেক কথা লিখে ফেললাম।
নতুন পরিবার ইসলামিক ভাবেই 
পথচলা শুরু হোক সেই দোয়া করি।

ছবিটবি কম দিও,ইসলাম মোতাবেক পর্দা কইরো।
আমি বলেই আছি অন্য মেয়ে হলে কবেই সংসার ছেড়েচলে যেতো এই টাইপের বকবককইরো না 
কেননা হাদিসে মানা আছে ।

একজন আগুন হইলে অন্যজন পানি হয়ে যাবা।
সবসময় নিজেকেই আগুন রূপে রেখে অপরজনকে সবসময় পানি হিসেবে পাবার আশা করবানা, 
নিজেও পানি হবার চেস্টা করবা।

সন্তানদের একদম শুরু থেকেইইই
 পুরোদস্তুর
 পাক্কা সাচ্চা মুসলিম হিসেবে গড়া তুলবা!!!

বিয়ে হতে না হতে বাচ্চার কথা বলায় হাসার কারন নাই।

নামাজ পড়বা,ভাইয়াকেও নামাজ পড়তে জোর দিবা।
প্রতিদিনের গোনাহ যেমন গান শুনা,সিরিয়াল দেখা এসব থেকে বেচে থাকবা তাহলে দেখবা ইনশাআল্লাহ বড় বড় গোনাহ থেকেও বেচে থাকতে পারবা।

সব কিছুর মালিক আল্লাহ্, সবকিছুতেই তার উপর ভরসা করবা।
ভালো সময়ে আনন্দে পড়ে আল্লাহ্ কে ভুলবানা।
দৈনন্দিন জীবনে সবকিছুতেই নির্ধারিত 
জিকির করার চেস্টা করবা।
খারাপ সময়ে হতাশ হবানা,সবর করবা।

ইহকাল থেকে পরকাল উত্তম (আল্লাহ বলছে)
সুতরাং পরকালে কিভাবে সফল হওয়া যায় সে চেস্টা করবা।

সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবা।
মৃত্যু কে বেশি বেশি স্বরন করবা।
দুনিয়াবি হৈ হুল্লোড়ে গা ভাসিয়ে দিও না।
 যেকোন সময় মৃত্যু চলে আসবে তখন 
ঐসবহৈহুল্লোড় উপকার তো করবেই 
না উল্টা আজাআজাবের কারন হবে।



আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবা হেদায়েতের জন্য। আল্লাহ্ হেদায়েত না দিলে হাজার উপদেশেও কাজ হবে না।

নিজেকে একবার মৃত ভেবে দেখবা...কবরে চলেগেছো তখন কি দুনিয়াবি কিছু কাজে আসবে নাকি আল্লাহর রাহে যা করছো তা?
ইন্টারনেটে ইইউটিউবে বসে বসে গান, নাটক এসব কি কবরে উপকার করবে নাকি সুন্দর কোন নাশিদ, তেলোয়াত, হাদিস কোরান নিয়ে লেকচার এসব উপকার করবে?
মৃত্যুর পর যা উপকারে আসবে তাই করাই সফলতা।


অন্যদের জন্যও দোয়া করবা।
দোয়া করলে লস হয় না।



দুনিয়ার কোন বিষয় নিয়ে ঈর্ষা করবানা।
বরং কেউ যদি তোমার চেয়ে বেশি ইবাদত করে,পরিপূর্ন পর্দা করে চলতে পারে তাহলে তাকেঈর্ষা করবা, ঈর্ষা করে তাতারচেয়ে বেশি ইবাদত করার চেস্টা করবা,বেশি পর্দা করবা।

হযরত মোহাম্মদ (সা.) দিনে 70 /100 বারের অধিক আল্লাহর কাছে ক্ষমাচাইতেন।মুহাম্মদ (সা.) রসুল, সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হয়েও যদি এতবার ক্ষা চান তাহলে আমাদের কতবার ক্ষমা চাওয়া উচিত?
সবসময় ইস্তিগফার করবা।
ফেসবুকের ক্রাস ট্রাস ব্লা ব্লা গ্রুপের চেয়ে ইসলামিক গ্রুপে সময় বেশি দিবা।
অমুক তমুক সেলিব্রেটির পেজে লাইক না দিয়ে ইসলামিক পেজে সময় দিবা।
বিরক্ত লাগতিছে উপদেশে?

জানি পছন্দ করবানা কথাগুলো তবুও বলতিছি কারন কে জানে হইতো 10 টা উপদেশ থেকে একটা হইতো মানতেও পারো।
সেই টার ফলেও পাপ থেকে বাচতে পারবা, সওয়াব হবে,
আর তার বিনিময়ে আমারও সোয়াব হবে।


আল্লাহ্ তোমাদের নেক হায়াত বৃদ্ধি করে দিক, রিজিক বৃদ্ধি করে দিক, বরকত দিক, ঈমান সহকারে মৃত্যুর তৌফিক দিক।
আমিন।


আর .... কথাগুলো নেগেটিভভাবে নিবানা।
উপদেশ দেয়া বা সাধুতা জাহির করা আমার উদ্দেশ্য না। নিজের পাপ থেকেই শিক্ষা নেওয়ার চেস্টায় আছি, সেসব থেকেই কিছু কথা উল্লেখ করলাম।

খারাপ না, ভালো চাই সেজন্যই বলছি কথাগুলো।
আশা করি পজিটিভলি নিবা।
 ( ফেসবুক থেকে নেওয়া )
Next Post Previous Post