মুঘল সাম্রাজ্যের সফল শাসক সুলতান আলমগীর

মুঘল সালতানের সফল এই শাসক সুলতান আলমগীর - বাংলা ইতিহাস ্মুঘল ইতিহাস




মুঘল সালতানাতের (১৫২৬-১৮৫৭) শ্রেষ্ঠ শাসক সুলতান আলমগীরের আজ মৃত্যুবার্ষিকী। মুঘল সালতানের সবচেয়ে সফল এই শাসক ১৭০৭ সালের ৩ রা মার্চ ভারতের আহমেদ নগরে মৃত্যু মৃত্যুবরণ করেন।


তাঁর পুরো নাম আস সুলতান আল আজম ওয়াল খাকান আল মুকাররম আবু মুজাফফর মুহিউদ্দীন মুহাম্মদ আওরঙ্গজেব। বাহাদুর আলমগীর ও প্রথম আলমগীর নামেও পরিচিত। ১৬৫৮ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তথা ১৭০৭ সাল পর্যন্ত ৪৯ বছর মোগল সাম্রাজ্যের শাসক ছিলেন। প্রকৃতপক্ষে তিনি প্রায় সমগ্র ভারতী উপমহাদেশই শাসন করেন। তিনি ছিলেন সম্রাট শাহজাহানের পুত্র। ১৬১৮ সালের ৪ নভেম্বর ভারতের গুজরাটে জন্ম।
সুলতান বা বাদশা আলমগীর ছিলেন একজন বড় মাপের আলেম, ইসলামী চিন্তাবিদ ও গবেষক। তিনি কুরআন তাফসির করতেন এবং হাদিস ও ফিকাহ্ শাস্ত্রে একজন সু-পণ্ডিত ছিলেন। তার আগ্রহ ও ঐকান্তিক প্রচেষ্টায় ফতোয়ায়ে আলমগীরি নামক বিখ্যাত ফতোয়া গ্রন্থ রচিত হয়।
মুসলিম পারিবারিক আইনের ব্যাখ্যা বিশ্লেষণে ফতোয়ায়ে আলমগীরি একটি ঐতিহাসিক গ্রন্থ। বাদশাহ্ আলমগীর শিক্ষকদের মর্যাদা দিতেন। ভারতীয় উপমহাদেশে ইসলামী শিক্ষা বিস্তারে সম্রাট আওরঙ্গজেবের অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।
Next Post Previous Post