দাড়ি রাখা সুন্নাত,ওয়াজিব নাকি ফরজ?
দাড়ি রাখা সুন্নাত,ওয়াজিব নাকি ফরজ?
'সদকায়ে জারিয়া'-র সাথে তুলনা দিলে সহজে বোঝা যাবে। সদকায়ে জারিয়া-তে যেমন ইনভেস্ট করার পর আর কিছু করা লাগে না, অটোমেটিক নেকি আমলনামায় যুক্ত হতে থাকে,
দাড়ি রাখার ব্যাপারটা অনেকটা সেরকম। আপনি হয়ত ভালো-মন্দ কিছুই করছেন না। কিন্তু দাড়ি রাখার জন্যে অটোমেটিক নেকি আপনার আমলনামায় অলটাইম যুক্ত হতেই থাকছে।
দাড়ি রাখার ব্যাপারটা অনেকটা সেরকম। আপনি হয়ত ভালো-মন্দ কিছুই করছেন না। কিন্তু দাড়ি রাখার জন্যে অটোমেটিক নেকি আপনার আমলনামায় অলটাইম যুক্ত হতেই থাকছে।
আবার তেমনি দাড়ি কাটাকে 'গুনায়ে জারিয়া' বলা যেতে পারে। আপনি হয়ত শুয়ে আছেন, কোনো পাপ কাজ করছেন না, কিন্তু আপনি দাড়ি ছেঁটে রেখেছেন- অলটাইম আপনার আমলনামায় গুনাহ লেখা হতেই থাকছে। অথচ আপনি হয়ত মন্দ কিছু করছেন না, শুধু দাড়ি ছেঁটে রেখেছেন!
দাড়ি রাখা কেবল সুন্নাত নয়।
অধিকাংশ উলামার মতে, এটি ওয়াজিব, কেউ কেউ তো ফরযও বলেছেন! কারণ:
অধিকাংশ উলামার মতে, এটি ওয়াজিব, কেউ কেউ তো ফরযও বলেছেন! কারণ:
১. রাসূলুল্লাহসহ নবী-রাসূলগণ নিজে রেখেছেন
২. নবীজী কেবল নিজে রেখেই ক্ষান্ত হননি, রাখতে নির্দেশ দিয়েছেন।
৩. মুণ্ডন করতে নিষেধ করেছেন
৪. কাফিরদের সাদৃশ্য অবলম্বন করতে নিষেধ করেছেন
(অথচ দেখবেন আমাদের দেশের কিছু মানুষ দাড়ি আর টুপিকে একই পর্যায়ে ফেলে দিয়েছেন)
২. নবীজী কেবল নিজে রেখেই ক্ষান্ত হননি, রাখতে নির্দেশ দিয়েছেন।
৩. মুণ্ডন করতে নিষেধ করেছেন
৪. কাফিরদের সাদৃশ্য অবলম্বন করতে নিষেধ করেছেন
(অথচ দেখবেন আমাদের দেশের কিছু মানুষ দাড়ি আর টুপিকে একই পর্যায়ে ফেলে দিয়েছেন)
হাদীস শরীফে দাড়ি সম্পর্কে বলা আছেঃ
১. হযরত আয়েশা রা. বলেন রাসুল (স:) ইশরাদ করেছেন, দশটি বিষয় সকল নবী রাসুলগণের সুন্নাত তন্মধ্যে গোঁফ ছোট করা এবং দাড়ি লম্বা করা অন্যতম। (মুসলীম শরীফ, ১/১২৯)
২.হুজুর স. বলেছেন যে, তোমরা ভালভাবে গোঁফ কাট এবং দাড়ি বাড়াও। (বুখারী শরীফ)
সর্বোপরি, দাড়ি হচ্ছে ইসলামের সিম্বল, মুমিনের আইডেন্টিটি।
রাসূলুল্লাহর যুগে মুশরিক ও অগ্নি উপাসকদের মধ্যে দাড়ি ছোট করে রাখা বা দাড়ি মুণ্ডন করার রীতি প্রচলিত ছিল। রাসূলুল্লাহ তার উম্মতকে বিশেষভাবে এ সকল অমুসলিম সম্প্রদায়ের বিরোধিতা করতে এবং বড় দাড়ি রাখতে নির্দেশ দিয়ে ইরশাদ করেন:
রাসূলুল্লাহর যুগে মুশরিক ও অগ্নি উপাসকদের মধ্যে দাড়ি ছোট করে রাখা বা দাড়ি মুণ্ডন করার রীতি প্রচলিত ছিল। রাসূলুল্লাহ তার উম্মতকে বিশেষভাবে এ সকল অমুসলিম সম্প্রদায়ের বিরোধিতা করতে এবং বড় দাড়ি রাখতে নির্দেশ দিয়ে ইরশাদ করেন:
৩."তোমরা অগ্নিপূজকদের বিপরীত করো। দাড়ি লম্বা করো। আর গোঁফকে খাটো করো।" (বুখারী-মুসলিম)
সুতরাং কেউ দাড়ি ছাঁটলো মানে সে রাসূলকে ছেড়ে মুশরিকদের কর্মপদ্ধতি অনুসরণ করলো। মুশরিকদের কর্মপদ্ধতি অনুসরণ কি কবীরা গুনাহ নাকি সগীরা?
©আসিফ রেজা
এ বিষয়ে গুরুত্বপূর্ণ ২ঃ৩০ মিনিটের বক্তব্য (https://youtu.be/u2T-6InhGMw)
- দাড়ি না রাখলে ২৪ ঘন্টা কি গুনাহ হতে থাকে কিনা?