ইসলামে গান বাজনা বা সঙ্গীত | গান শোনা কিভাবে ছেড়ে দিলাম
ইসলামে গান বাজনা বা সঙ্গীত | গান শোনা কিভাবে ছেড়ে দিলাম | গান শোনা বন্ধ করার একটি টিপস
- গান হচ্ছে অন্তরের মদ
- সঙ্গীত হারাম
- ইসলামিক গান শোনা কি হারাম
- বিয়েতে গান বাজনা
- দফ বাজানো কি জায়েজ
//গান শোনা কিভাবে ছেড়ে দিলাম\\
- Mohammad Aiyub Ali Bappy
লিখতে বসলেই আলসেমি শুরু হয়ে যায়, তারপরও লিখতে বসলাম...
গান শোনা যে হারাম এটা জানতামই না। তবে কিছুটা আন্দাজ করতাম। হাইস্কুলে উঠার আগে কখনোই গান মুখস্থ করিনি, শুধু কিছু কিছু মনে থাকা লাইন গুন হুন করতাম।
হাইস্কুলেউঠার পর গান মুখস্থ করলাম, অনেকগুলো গান মুখস্থ করেছিলাম। তবে কারো সামনে গাইতাম না। একা থাকলে কিংবা বন্ধুদের সাথে হাটার সময় গাইতাম।
গান ছিল আমার ডাল ভাত। আর যেন তেন গান শুনতাম না। ব্র্যান্ডের গানই পছন্দ করতাম।
গানের কন্ঠও ভালোই মিলাতে পারতাম। এত্ত গান পাগল ছিলাম যে ৬৪ লাইনের একটা গানও মুখস্থকরে ফেলেছিলাম। বুঝতেই পারছেন.....
যাইহোক এখন আসি কিভাবে ছাড়লাম। যখন বুঝতে পারলাম গান হারাম তখনও ছাড়তে পারছিলাম না। অনেকগুলা গান ছিল। এক বগ ভাইয়ের কাছ থেকে দুই জিবি অডিও গান নিয়েছিলাম। এর কয়েকমাস পর তা ডিলেট করতে সক্ষম হই। এখানে আমি জিদ করে গান ডিলেট করেছি।
আপনার যদি কোনো কারণে রাগ উঠে যায় তাহলে সেই সুযোগটি কাজে লাগিয়ে সব গান ডিলেট করে দিতে পারেন। পরে অবশ্য খারাপ লাগবে। কিন্তু আপনার যদি ইচ্ছা থাকে তবে গান শোনা থেকে বেরিয়ে আসতে পারবেন।
যাইহোক এ ঘটনার ১ বছর আগে নাশীদ সম্পর্কে জানি এবং সুন্দর সুন্দর নাশীদ শোনা শুরু করি। অর্থাৎ গান আর নাশীদ দুটোই প্রায় এক বছরের বেশি সময় ধরে শুনতাম।
এরপর নাশীদের প্রতি জোরে সব গান ডিলেট করে দিলাম। এরপরও দুই একটা সবচেয়ে প্রিয় গান ডাউনলোড দিয়ে ফেলতাম।
এরপর যখন নাশীদে অভ্যস্ত হয়ে গেলাম তখন প্রিয় গানগুলোও ডিলেট করতে সক্ষম হলাম। এর আগেই জেনেছিলাম বাদ্যযন্ত্রের নাশীদ শোনাও জায়েজ না। তাই এখন নাশীদের মধ্যেও কাট ছাট শুরু হলো।
যাইহোক অবশেষে ভালো নাশীদ রেখে দিলাম। কিন্তু নাশীদের সংখ্যা খুব কম ছিল। কারণ আমার শোনা প্রায় সব নাশীদই ছিল এরাবিক ও ইংরেজি।
এরপর শুরু করলাম সুন্দর সুন্দর কোরআন তিলাওয়াত। যা এখন পর্যন্ত অব্যাহত আছে। কোরআন তিলাওয়াত শোনার পরিমাণ বাড়িয়ে দিলাম আর নাশীদ শোনা একেবারেই কমিয়ে দিলাম।
এখন নাশীদ শুনি না বললেই চলে। মাঝে মাঝে হটাৎ শুনি।
কোরআন তিলাওয়াতের চেয়ে সুমধুর দুনিয়ায় আর কিচ্ছু নেই।
কোরআন তিলাওয়াতের চেয়ে সুমধুর দুনিয়ায় আর কিচ্ছু নেই।
এভাবে এ পর্যন্ত।
একটা বিষয় এসব কিছুর সাথে জুড়ে দিতে হবে আর তা হলো - "ইসলামকে জানা'। সব সময় জানার চেষ্টা করতে হবে। প্রাকটিসিং মুসলিম হতে হবে।
পরিশেষেঃ
আপনি নিজে ঠিক করুন কিভাবে আপনি গানের জগৎ থেকে বের হবেন। আমি শুধু আমারটা বললাম।
আমি প্রথমে গান ছেড়ে দেওযার জন্য নাশীদ শোনা শুরু করলাম। এরপর নাশীদ শোনা ছেড়ে দিয়ে অবেশেষে কোরআন তিলাওয়াত শোনা শুরু করলাম।
কনভার্ট করা আরকি। আর এখন কোথাও গান বাজালে প্রচুর বিরক্ত লাগে। আলহামদুলিল্লাহ।
যাইহোক আমার জন্য দোয়া করবেন।
ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
জাযাকুমুল্লাহ খইরন
০৭।০৫।২০২০
©Mohammad Aiyub Ali Bappy
ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
জাযাকুমুল্লাহ খইরন
০৭।০৫।২০২০
©Mohammad Aiyub Ali Bappy