প্রাণীর ছবি, প্রতিকৃতি বা মুর্তি নিয়ে ইসলাম কি বলে? হাদিস ও কোরান থেকে।
মানুষ ও প্রাণীর ছবি, প্রতিকৃতি বা মুর্তি যে কতটা ভয়ংকর ও ক্ষতিকারক তা জানুন।
বাড়ির শোকেসের কোন এক চিপায় তিনটা মুর্তির শোপিস রাখা ছিল, সেখানে! অথচ রাক্বি ভাই রুক্বইয়াহ করার আগে বলে কয়ে সব ছবি-মুর্তি সরিয়েছেন। কিন্তু ঐ তিনটা মুর্তি কোন ভাবে মিস হয়ে গিয়েছিল। শেষমেষ তিনি মুর্তিগুলো সরিয়ে বা নষ্ট করে তারপর রুক্বইয়াহ শেষ করেন, আল'হামদুলিল্লাহ
লা 'হাওলা ওয়া লা ক্বুয়্যাতা ইল্লা বিল্লাহ।
বছর খানেক আগে একটা ইরানী দোকানে গিয়েছিলাম। অনেকটা অ্যান্টিক শপ বা হেরিটেজ স্টোর টাইপের দোকান। দোকানে ঢুকে কিছুক্ষণ যেতেই কেমন অস্বস্তি লাগা শুরু হল। কেমন একটা গা শিরশির করা ফীলিং।
অথচ এমন হওয়ার কোন দৃশ্যমান কারণ নেই কেননা একে তো দোকানের গোটা সীলিং জুড়ে প্রয়োজনের চেয়ে কয়েকগুণ বেশি লাইট দিয়ে আলো-ঝলমলে পরিবেশ তৈরি করা হয়েছে, তার উপর চারদিকে বাহারি সব শোপিস, কার্পেট, ল্যাম্প,কাপড়-চো
হঠাৎ আমি আর আমার আহলিয়া আবিষ্কার করলাম, দোকানের শোকেসগুলো ছোট-বড় সব মুর্তিতে ভর্তি। পাথর, সিরামিক, মাটি, কাঠ ইত্যাদির তৈরি মানুষ আর পশু-পাখির ছোটবড় অসংখ্য মুর্তি। এছাড়াও দোকানের এক প্রান্তে বেশ কিছু ম্যানিকুইন। ইদানিং অনেক দোকানেই ম্যানিকুইনের চোখ-নাক-মুখ আঁকা না থাকলেও, ঐ দোকানের ম্যানিকুইনে চেহারার সব বৈশিষ্ট্য একদম নিখুঁত করে আঁকা। সেই চেহারার চোখগুলোর দিকে তাকিয়ে মনে হচ্ছিল যেন শয়তান জ্বিনরা তার মধ্যে ঢুকে আমাদের দিকে তাকিয়ে আছে!
এটা মনে হওয়ার সাথে সাথে তাৎক্ষণিক সিদ্ধান্তে রীতিমত অভদ্রের মত সেখান থেকে ছিটকে বের হয়ে এসেছিলাম। এতটাই আচমকা আর দ্রুত বের হয়েছিলাম যে বেরিয়ে দেখি সেলসম্যানগুলো অবাক হয়ে তাকিয়ে আছে।
দোকানটায় আসলে কী ঘটেছিল, বা সেখানে কী ছিল, আল্লাহ তা'আলাই জানেন। আমরা সমস্ত অশুভ থেকে তাঁর আশ্রয় চাই।
রাসূলুল্লাহ সল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লামের মত মানুষ, যিনি আমাদের মা আ'ইশা রাদ্বিয়াল্লাহু 'আনহাকে রাগের চোটে বাটি ছুড়ে ভেঙ্গে ফেলতে দেখেও কোন প্রতিক্রিয়া দেখাননি, বরং নিঃশব্দে টুকরোগুলো কুড়িয়ে নিয়েছেন, সেই রাসূলুল্লাহ সল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বাড়ির পর্দায় প্রাণীর প্রতিকৃতি দেখার পর সেটা ছিঁড়ে ফেলেছিলেন, রাগে তার মুখ লাল হয়ে গিয়েছিল।
মানুষ ও প্রাণীর ছবি, প্রতিকৃতি বা মুর্তি যে কতটা ভয়ংকর ও ক্ষতিকারক, তা এই উম্মাহ আর কবে উপলব্ধি করবে আল্লাহু আ'লাম।
যারা ফেসবুকে নিজেদের বা বাচ্চাদের ছবি দেন, তাদের আনফলো দেই আর ভাবি, মানুষ কেন একটা খোলা জঙ্গলে নিজেদেরকে উদোম করে যেচে বিপদ ডেকে আনে? সে কি দেখে না তার সংসারে খিটিমিটি লেগেই আছে, তার বাচ্চা অসুস্থ থাকছে, একের পর এক ছোটবড় বালা-মুসিবত লেগেই আছে?
আল্লাহ তা'আলা আমাদেরকে বোঝার ও সেই অনুযায়ী 'আমল করার তাউফীক্ব দিন।
- Mohammed Tawsif Salam (Shatil)