ভেবে দেখেছেন কি আপনার মৃত্যুর পর বন্ধুবান্ধবদের প্রতিক্রিয়া কেমন হবে?

 কখনো নিজের মৃত্যু পরবর্তীতে প্রিয় বন্ধুবান্ধবদের প্রতিক্রিয়া কেমন হবে এই বিষয়টা কি কখনো চিন্তা করা হয়েছে ব্রো?!

আজ যেই বন্ধুরা তোমার সাথে লিংক শেয়ার করছে, গালিগালাজ করে কথা বলছে, গেমিংয়ের নেশায় বুঁদ করে রাখছে, মিউজিক-নাটক-সিনেমা দেখায় উদ্ভুদ্ধ করছে, ক্রাশ-মেয়ে ইত্যাদি নিয়ে রসালো আলাপ করছে.. যেসব বন্ধুরা নানারকম ফিতনা এবং হারাম কাজের সঙ্গ দিয়ে যাচ্ছে তোমাকে.. তারাও কিন্তু তোমার মৃত্যুর পর তোমার কথা স্মরণ করবে, স্মৃতিচারণ করবে...


কিন্তু কখন করবে জানো? ওইযে বললাম যখন তারা বিভিন্ন হারাম কাজে লিপ্ত হবে.. সেই ফিতনার সময়টাতে তোমার কথা মনে করবে.. তোমাকে মিস করবে...

তুমি কিভাবে তাদের কাছ থেকে দোয়া পাওয়ার আশা করতে পারো! যেই ফ্রেন্ডসার্কেলে দ্বীন নাই, যারা ঠিকমতো নামাজই পড়ে না.. তাদের দোয়াতে কিভাবেই বা তুমি থাকবে!? হ্যা.. তাদের দোয়াতে থাকো বা না থাকো, ফেসবুকের রিপ পোস্টে কিন্তু ঠিকই থাকবা ব্রো। 


তবে এগুলো কোন কাজে না আসলেও মৃত্যুর পরও অনেকসময় তোমার গুনাহের কারণ হয়ে যেতে পারে... আর সবশেষ কিয়ামতের দিন এই প্রিয় বন্ধুগুলোই তোমার শত্রুতে পরিণত হবে।


অন্যদিকে যদি দ্বীনি ফ্রেন্ডসার্কেল হয়, তাহলে তোমাকে কখন স্মরণ করবে জানো? কখনো মসজিদে গিয়ে তোমাকে মিস করবে, কখনো ঈমানী আলোচনায় তোমাকে মিস করবে আর দোয়াতে অশ্রু ঝরাবে।

যার ফলে করবে থেকেও তুমি সাওয়াব পেয়ে যাবে ইনশাআল্লাহ। ফেরেশতারা তোমার নাম উচ্চারণ করে তোমার প্রশংসা করতে থাকবে ইনশাআল্লাহ। সবশেষে কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় জায়গা হবে তোমাদের। কারণ, ভালবাসাটা ছিল একমাত্র আল্লাহর জন্য..দ্বীনের জন্য।


Now the decision is yours, কাদের সাথে আল্লাহর জন্য বন্ধুত্ব করবা...আর কাদেরকে আল্লাহর জন্যই ছেড়ে দিবা। কেননা আল্লাহ্ (ﷻ) বলেন,
❛ বন্ধুরা সেদিন হয়ে যাবে একজন আরেকজনের দুশমন, তবে মুত্তাকীরা ছাড়া।❜ [৪৩ঃ৬৭]

BeLykHujur

Next Post Previous Post